[১] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে মা হতে চলেছেন বান্ধবী
স্পোর্টস ডেস্ক : [২] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে এবার মা হতে চলেছেন তার বান্ধবী। ভালবাসার এমনই নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ান মডেল এলিডি ভ্লাগ। গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে স্পিয়ার ফিসিংয়ের সময় মারা যান দু’বার বিশ্ব স্নো বোর্ড চ্যাম্পিয়ন অ্যালেক্স পুলিন। মৃত অলিম্পিয়ানের সঙ্গে আট বছর সম্পর্ক ছিল এলিডির। এবার তার দাবি, মৃত বয়ফ্রেন্ডের শুক্রাণুর মাধ্যমেই তিনি মা হতে চলেছেন।
[৩] ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আগামী অক্টোবরেই তিনি মা হতে চলেছেন। বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে বলেছেন, আমি ও আমার সঙ্গী দীর্ঘদিন ধরেই এই স্বপ্ন দেখেছি। অ্যালেক্সের মৃত্যুর আগে অবধি আমরা একটি সন্তানের স্বপ্ন দেখে এসেছি। কিন্তু দুর্ঘটনা আমার ভালবাসাকে কেড়ে নিয়েছে। এবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হতে চলেছি।
[৪] কুইন্সল্যান্ড সিটির আইন অনুযায়ী, মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যে শুক্রাণু সংরক্ষণ করতে হয়। আর সেটাই করা হয়েছিল অ্যালেক্সের ক্ষেত্রে। এলিডির কথায়, ভাগ্যবশত এবার মা হতে চলেছি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। অবশেষে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আবেগঘন বার্তা দিয়ে এলিডি বলেছেন, ওকে মিস করি। আমি এখনও অ্যালেক্সের ফিরে আসার অপেক্ষায় আছি। একদিন হয়ত দেখব, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে অ্যালেক্স। – আজকাল
The post [১] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে মা হতে চলেছেন বান্ধবী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment