নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম
মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে শহরবাসী ও পথচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদের পরেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল ও চেকপোষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রমের আওতায় শহরে চলাচলকারী যানবাহনকে ট্রাফিক আইন মেনে চলাচলের আহ্বান জানান। ট্রাফিক আইন ভঙ্গ কারীদের বিভিন্ন রকম সাজা ও জরিমানা নির্ধারণ করে তা আদায় করা হয়। গত ১লা এপ্রিল ঈদের পরের দিনে থেকে শুরু করে আজও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড এবং সৈয়দপুর বাসটার্মিনাল, শুটকির মোড় ও পাঁচ মাথা মোড়ে চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল আরোহী, নছিমন, ভটভটি এবং প্রাইভেট কার ও বাসে তল্লাসী কার্যক্রম পরিচালনা করে। নীলফামারীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ ফাহিম এহেসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওমর ফারুক এবং সৈয়দপুরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোস্তফা মজুমদারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নীলফামারীর ইপিজেড পয়েন্টে পুলিশের উপ-পরিদ...