[১] নদী ভাঙনে জিৎরামপুর-রসুলপুর খেয়াঘাট হুমকির মুখে
সালেহ্ বিপ্লব: [২] অব্যাহত নদী ভাঙ্গনে নরসিংদীর মেঘনা নদীর তীরে অবস্থিত জিৎরামপুর – রসুলপুর খেয়া ঘাটটি যে কোনো মুহুর্তে তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এলাকাবাসী জরুরী ভিত্তিতে ভাঙন রোধের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
[৩] নরসিংদী সদরের উপজেলার চরদিঘলদী ইউনিয়নের চরজিৎরামপুর গ্রামের উত্তর পাশে মেঘনা নদীর তীরে প্রায় পাঁচ বছর আগে জিৎরামপুর – রসুলপুর খেয়া ঘাটটি নির্মান করা হয়। চর এলাকার লোকদের উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় আসা যা্ওয়ার পথে এই যাত্রী ছাউনিটি রোদ বৃষ্টিতে এলাকাবাসীকে সুরক্ষা দিয়ে আসছে।
[৪] চরদিঘলদী ইউনিয়ন আ্ওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আব্দুল হাকিম জানান,এই খেয়া ঘাট দিয়া চর এরাকার শত শত লোক যাতায়াত করে। মেঘনা নদীতে ভাঙন দেখা দেয়ায় এই যাত্রী ছাউনিটিসহ ফসলী জমি, বাড়ী ঘর হুমকির মুখে পরেছে। জরুরী ভিত্তিতে বেরি বাধ নির্মান বা ভাঙনরোধের উদ্যোগ না নিলে খেয়াঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তিনি যাত্রী চাউনিসহ জিৎরামপুর গ্রামকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
The post [১] নদী ভাঙনে জিৎরামপুর-রসুলপুর খেয়াঘাট হুমকির মুখে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment