[১] কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন
স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
[৩] দ্বিতীয় দফার কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সিভিল প্রশাসনের নেতৃত্বে উপজেলা জুড়ে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। দুপুর ১২টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার, আমঝুপ এবং পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। সে সময় ৫টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের কাজে সহযোগিতা করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়।
[৪] উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সিলেট সেনানিবাসের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন সাজ্জাদ হাবীবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সারাদিন লকডাউন বাস্তবায়নে টহল দেন।
[৫] অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌর শহরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম। আদালত ৪টি মামলায় ১ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম ।
[৬] কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে শহরের কয়েকটি স্থানে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অপ্রয়োজনে কেহ শহরে ঢুকতে গেলে তাদেরকে পড়তে হয়েছে পুলিশি জেরায়। তবে জরুরি সেবার সকল যানবাহনের স্বাভাবিক চলাচল ছিলো। কাঁচাবাজার, ওষুধ ও খাবার দোকান ছাড়া অন্যসকল দোকান-মার্কেট বন্ধ ছিল।
[৭] উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান,আজকের (১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনি ৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন এবং তা আদায় করা হয়েছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post [১] কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment