কোপা আমেরিকা: চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চিলিকে হারিয়ে সেমিফাইনালে উঠলো আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। রিও ডি জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রতিপক্ষ চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পেল নেইমাররা।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। তবে বিরতি থেকে ফিরেই লিড নেয় তারা। ৪৬ মিনিটে গোল করে এগিয়ে নেন লুকাস টলেন্টিনো। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
এর আগে কোপা আমেরিকায় দু’দলের সবশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৭ আসরে। গ্রুপপর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ব্রাজিল একই আসরের কোয়ার্টার ফাইনালে চিলিকে সেবার দিয়েছিল ৬-১ গোলের লজ্জা। এবারও প্রতিরোধ গড়তে পারেনি চিলি। হারে ব্যবধান কম হলেও সেলেসাওদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হলো তাদের।
The post কোপা আমেরিকা: চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ব্রাজিল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment