ঢামেকে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কিশোরগঞ্জের এক নারী
মোস্তাফিজুর রহমান: গতকাল শনিবার (৩,জুলাই) বিকাল দুইটা ত্রিশ মিনিটের সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে সিজারের মাধ্যমে তিন ছেলে এক মেয়ে জন্ম দেন তিনি।
সন্তানদের পিতা সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়। কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার। এর আগে তাদের মাহিন(৪) নামে এক পুত্র সন্তান রয়েছে। শিশুদের বাবা বাড্ডা এলাকায় ইউনিলিভার কোম্পানিতে সেলস্ ম্যান হিসাবে চাকুরী করেন। বাড্ডার সাতারকুলে থাকেন। স্ত্রী থাকতো গ্রামের বাড়ি। গত তিন মাস আগে স্ত্রী কে ঢাকায় এনে আমার কাছে রেখেছি। পরে হাসপাতালে ভর্তি করিয়েছি। স্ত্রী পিংকি গৃহিনী। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজনও তুলনামুলক কম, একজনের ওজন এক কেজি তিন’শ গ্রাম, বাকি তিন জনের ওজন নয়শত পঞ্চম গ্রাম করে। তাই তাদের শিশু আইসিইউর প্রয়োজন হয়। আমাদের এখানে তৎক্ষানিক আইসিইউ খালি না থাকায় প্রথমে বাহিরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে তাদের। পর দিন বেড খালি হওয়ার পর তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
The post ঢামেকে এক সঙ্গে চার সন্তানের জন্ম দিলেন কিশোরগঞ্জের এক নারী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment