[১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ ৬টি সিরিজ খেলবে
স্পোর্টস ডেস্ক :[২] ছয়টি সিরিজে ১২টি টেস্ট পাচ্ছে বাংলাদেশ। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, ৬টি সিরিজে এই ম্যাচগুলো খেলবে টাইগাররা। তবে অংশ নেওয়া ৯ দলের মধ্যে সবচেয়ে কম টেস্ট পাচ্ছে বাংলাদেশ।
[৩] একটিও তিন টেস্টের সিরিজ পায়নি টাইগাররা। প্রথম আসরে এফটিপিতে বাংলাদেশের তিন টেস্টের সিরিজ ছিল দুটি। যদিও করোনাভাইরাসের কারণে হয়নি তার একটিও। নতুন আসরে ছয় সিরিজের প্রত্যেকটিতে দুটি করে টেস্ট খেলবে মুমিনুলরা।
[৪] নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দুই টেস্টের সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফরে যাবেন মুমিনুলরা।
[৫] ২০২২ সালের মার্চে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা যাবে। জুলাই-আগস্ট মাসে খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওই বছর নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন।
[৬] এর আগে অবশ্য জুলাই-আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা মুমিনুলদের। সেপ্টেম্বর-অক্টোবরে আয়ারল্যান্ড সফরে রয়েছে একটি টেস্ট। তবে এই সিরিজি দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
[৭] এবার সবচেয়ে বেশি ২১ টেস্ট খেলবে ইংল্যান্ড। ভারত ১৯, অস্ট্রেলিয়া ১৮, দক্ষিণ আফ্রিকা ১৫ এবং পাকিস্তান খেলবে ১৫টি করে টেস্ট। বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা খেলবে ১৪টি করে টেস্ট। ২০১৯-২১ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের তলানিতে ছিল বাংলাদেশ। ৭ টেস্টে তাদেরে অর্জন ছিল মাত্র ২০ পয়েন্ট। – ক্রিকইনফো / দেশরূপান্তর
The post [১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ ৬টি সিরিজ খেলবে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment