[১] রংপুরে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

আফরোজা সরকার: [২] রংপুর গঙ্গাচড়া উপজেলায় কয়েক দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নদীতীরবর্তী চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকে পড়েছে বসতবাড়ি। এতে করে প্রায় সাড়ে চার হাজার পরিবার পানিবন্দি এবং নদী ভাঙনে বিলীন হয়েছে ছয় পরিবারের বাড়ি ঘর।

[৩] বন্যায় তলিয়ে গেছে রাস্তা-ঘাট, আবাদি জমিসহ ধান ও পাটের খেত। কোলকোন্দের বিনবিনা চরে স্বেচ্ছাশ্রমে নির্মতি বাঁধটি বিলীন হয়ে গেছে স্রেতে । ভাঙন দেখা দিয়েছে লক্ষীটারীর কেল্লারপাড় চরে স্বেচ্ছাশ্রমের উপবাঁধটিও।

[৪] আজ দুপুরে তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়ার কয়েকটি ইউনিয়ন ঘুরে এমন চিত্র দেখা গেছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়াতে অনেকেই উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ভাঙনে সেখানকার বিনবিনা চরের ৬ থেকে ৭টি পরিবারের বাড়িঘর তিস্তায় বিলীন হয়ে গেছে। হুমকিতে পড়েছে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট।

[৫] সরেজিমনে দেখা গেছে, পানিবন্দি পরিবারগুলো মানবেতর জীবন-যাপন করছে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন তারা। অনেকে উচু স্থানে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ঘরের বিছানার উপড়ে জিনিসপত্র রেখে আকড়ে ধরে রেখেছেন বসতবাড়ি। দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষজন বয়স্ক ব্যাক্তি, শিশু ও গবাদি পশুপাখির। কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি হলেও ছোট নৌকা ও বাঁশের ভেলায় ব্যবহার করে চলাচল করছেন লোকজন।

[৬] পানিবন্দি লক্ষীটারী ইউনিয়নের পশ্চিম ইচলি, শংকরদহ, বাগেরহাট আশ্রয়ণ ও পূর্ব ইচলির ১ হাজার পরিবার। কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, মটুকপুর, চিলাখাল, খলাইরচরে একই অবস্থা। সেখানে অন্তত দেড় হাজার পরিবার হাঁটু ও কোমর পানিতে রয়েছেন। নোহালী ইউনিয়নের মিনার বাজার, কচুয়াচর, বৈরাতী বাঁধের ধার, চর নোহালী, বাগডহরা চরের ৫০০, মর্নেয়া ইউনিয়নের মর্নেয়ার চর, তালপট্টি, আলাল চর, নরসিং চরের ৫০০, জন পানিবন্দি অবস্থায় মানবতের জীবনযাপন করেছ।

[৭] একই অবস্থা গজঘন্টা ইউনিয়নের কালির চর, ছালাপাক, গাউছিয়া বাজার, জয়দেব, মইশাসুর, রামদেব চর ও আলমবিদিতর এবং গঙ্গাচড়া ইউনিয়নের আরও সহস্রাধিক পরিবারের।

[৮] বাগেরহাট আশ্রয়ণে থাকা জরিনা খাতুন ও হালিমা বেগম জানান, এক সপ্তাহেরও বেশি দিন ধরে পানিবন্দি হয়ে কষ্টে আছেন তারা। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি।একই অভিযোগ কেল্লারপাড়ের মহির উদ্দিনের।
তিনি বলেন, কষ্ট হলেও পানিবন্দি হয়ে থাকা যায়। কিন্তু বাড়িঘর বিলীন হবার মতো কষ্ট হয় না। কয়েকদিন কষ্টে আছি, কিন্তু চেয়ারম্যান-মেম্বার কারো দেখা নাই। এসময় তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

[৯] পশ্চিম ইচলি গ্রামের বাবলু মিয়া ও জোবেদা বেগম বলেন, তিন-চার ধরি হামরা পানিত আছি। কায়ো তো কোনো খোঁজ করিল না। আত্নীয় স্বজনের বাড়ি থাকি একবেলা খাবার পাইলেও আরেক বেলা না খ্যায়া থাকা নাগোছে। এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি বলেও জানান তারা।

[১০] তিস্তায় পানি বৃদ্ধির কথা জানিয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, তার ইউনিয়নে ১ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত আছে। পানিবন্দি পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ সহায়তা প্রয়োজন।

[১১] কোলকোন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রাজু বলেন, ইউনিয়নের চিলাখাল, উত্তর চিলাখাল, মটুকপুর, বিনবিনা মাঝের চর, সাউদপাড়া ও বাবুরটারী বাঁধেরপাড়, বিনবিনা এলাকায় হাজারেরও বেশি পরিবার পানিবন্দি রয়েছে। বিনবিনা চরে ৬ পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে। ভাঙন রোধসহ পানিবন্দির জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তার পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের প্রয়োজন দেখা দিয়েছে বলেও তিনি জানান।

[১২] এব্যাপারে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম জানান, নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতো সেখানকার পানিবন্দি পরিবারগুলোর জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অনুকুলে ত্রাণ পাঠানো হয়েছে।

The post [১] রংপুরে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত