[১] ভ্যাকসিন বৈষম্য এশিয়ার দরিদ্র দেশ ও বিশ্বের বাকি অংশকে ক্ষতিগ্রস্ত করছে

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] গত বছর বিশ্বের প্রায় সব দেশেই কোভিড ছড়িয়ে পড়েছিলো। তখন এশিয়ার বিভিন্ন দেশের কারখানার শ্রমিকদের করোনা ভাইরাসে আক্রান্ত করবে না এমনটাই মনে করা হয়েছিলো। থাইল্যান্ড ও ভিয়েতনামে কোভিডে মাত্র ২শ জনের মৃত্যু হয়েছিলো। কম্বোডিয়া, লাওসে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। সিএনএন

[৩] তবে এবার আগের ধারণার পরিবর্তন হয়েছে। এশিয়ার শ্রমিকরা কোভিডে আক্রান্ত হচ্ছেন। শুধু তাই নয়, তাদের কারণে বিশ্বের বাজারে বড় প্রভাব পড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে চীন ও তাইওয়ানের অনেক শ্রমিকের কোভিড শনাক্ত হয়েছে। তারা কারখানার কাজ হারিয়েছে।

[৪] বিশ্বের ধনী দেশগুলো টিকা দিয়ে কোভিডের প্রভাব কাটিয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। এই দেশগুলোতে বেশিরভাগ নাগরিককে অন্তত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। অনেক দেশ আবার ঘোষণাও দিয়েছেন, তাদের দেশে কোভিড আর নেই। অবশ্য অনেক দেশের মেডিক্যাল বিশেষজ্ঞ কোভিডের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করে বলছেন, সামান্য অসর্তকতার কারণে আবারও পড়তে হতে পারে মহামারির কবলে। কিন্তু এখনো ঝুঁকির মাঝেই আছে অভিবাসী শ্রমিকরা। এই অভিবাসী শ্রমিকদের মধ্যে অনেকে ছুটি নিয়ে বাড়িতে আছেন। তারা জানে না আবার তারা কবে কাজে ফিরতে পারবেন।

[৫] থাইল্যান্ডের কোভিড শনাক্ত এক অভিবাসী বলেন, কোভিড শনাক্ত হওয়ার পর শিশু ও বৃদ্ধদের সঙ্গে আমাকে অস্থায়ী একটি সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছিলো। আমাদের কারখানার অনেক শ্রমিকেরই কোভিড শনাক্ত হয়েছিলো। কিন্তু চাকরি চলে যাওয়ার ভয়ে তারা সেটা প্রকাশ করেন নি। এই কোভিডের কারণে অনেক শ্রমিকই হতাশায় ভুগছেন, যদি তাদের কোভিড শনাক্ত হয় আর কারখানার চাকরি চলে যায় তাহলে তাদের কি হবে?

[৬] স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, কোভিড মহামারি থেকে বাঁচার প্রথম পদক্ষেপ হচ্ছে টিকা নেওয়া। কিন্তু ধনী দেশগুলো নিজেরাই টিকার জন্য লড়াই করছে। কেউই দরিদ্র দেশগুলোর প্রতি লক্ষ্য রাখছে না। এভাবে হতে থাকলে আমরা সত্যিকারের মহামারি মোকাবিলা করতে পারবো না। ধনী-গরিব সকল দেশেই সমানভাবে টিকার ব্যবস্থা করতে হবে।

[৭] বিশ্বের অনেক দেশেই কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। দেশগুলো কোভিড মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়াসুস যুক্তরাজ্যের জি ৭ সম্মেলনে যোগ দিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সবাই জীবনের পিছনে দৌঁড়াচ্ছি। এটা প্রকৃত জীবন নয়। সম্পাদনা : রাশিদ

The post [১] ভ্যাকসিন বৈষম্য এশিয়ার দরিদ্র দেশ ও বিশ্বের বাকি অংশকে ক্ষতিগ্রস্ত করছে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত