[১] বাংলাদেশের বিরুদ্ধে উইলিয়ামসকে অধিনায়ক করে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলার লক্ষ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ৭ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি। দলের অধিনায়ক করা হয়েছে শেন উইলিয়ামসকে। দলে আছেন ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিন, রেগিস চাকাভা ও ডোনাল্ড টিরিপানোর মতো অভিজ্ঞরা।
হারারে স্পোর্ট ক্লাবে টেস্ট ম্যাচটি নামার আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
[৩] জিম্বাবুয়ে একাদশ : শেন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, তেন্ডাই চাতারা, তেন্ডাই চিসোরো, তানাকা ছিভাঙ্গা, ক্রেইগ এরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙুয়ে, রয় কিয়া, তাকুজুয়ানসি কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড নগারাভা, ভিক্টর নইয়াচি, মিল্টিন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।- ক্রিকইনফো
The post [১] বাংলাদেশের বিরুদ্ধে উইলিয়ামসকে অধিনায়ক করে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment