এবার করোনা টিকার আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার করোনাভাইরাসের টিকার আওতায় নেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের।

বুধবার (৩০ জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে টিকার নিবন্ধন প্রক্রিয়া। টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত সকল ছাত্র-ছাত্রীর নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ সময় নিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের টিকা নেয়ার ব্যবস্থা করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তত্ত্বাবধান করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তদূর্ধ্ব, তাদের জরুরি ভিত্তিতে নিবন্ধন করে ভ্যাকসিন নেয়া নিশ্চিত করতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০-এর নিচে তাদের তালিকা এবং শিক্ষার্থীদের তালিকা মন্ত্রণালয়ের পাঠানো ছকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সফট কপি পাঠানো হয়েছে।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ, জেলা ও উপজেলা/থানার নাম পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে। – সময় অনলাইন

The post এবার করোনা টিকার আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয় appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত