[১] নতুন চুক্তি হল না, বার্সায় কী তবে মেসি যুগের অবসান!

স্পোর্টস ডেস্ক: [২] গত বুধবার (৩০ জুন) রাতেই চুক্তি শেষ হয়েছে। নতুন চুক্তি না হওয়ায় মেসি আর বার্সেলোনার ফুটবলার নন।
[৩] ৩০ জুন ২০২১। ন্যু ক্যাম্পে চুক্তি শেষ হল মেসির। ১৭ বছর এই ক্লাবে খেলা তারকার সঙ্গে নতুন করে দু’মরসুমের চুক্তি করতে চায় বার্সেলোনা, এমন খবর বেশ কিঠুদিন ধরে শোনা গেলেও বুধবার সেই চুক্তি হয়নি। আর তাই নিয়ে তীব্র উদ্বেগ শুধু বার্সেলোনা ভক্তদের নয়, সারা বিশ্বের ফুটবল ভক্তদের।

[৪] চলতি বছরের মার্চে বার্সার প্রেসিডেন্ট হন জুয়ান লাপোর্তা। তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল মূলত মেসিকে ধরে রাখার জন্যই। কিন্তু গত আড়াই মাসে তিনি মেসিকে নতুন চুক্তিপত্রে সই করাতে পারেননি। মেসি ২০১৭ সালে শেষবার তিন বছরের জন্য চুক্তিপত্রে সই করেছিলেন। আর তা ছিল বার্ষিক ১৬৪ মিলিয়ন ডলারের বিনিময়ে।

[৫] কিন্তু গত মওসুমে তার সঙ্গে ক্লাবের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে যায়, যে তিনি সেই চুক্তি ছেড়ে বেরোনোর চেষ্টা করেন। মেসিকে চটানোর জন্যই প্রেসিডেন্ট পদ থেকে কার্যত সরে যেতে হয় জোসেফ বার্তেমেউকে। বার্সা নতুন করে চুক্তি না করলে মেসির সামনে ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজির দরজা খোলা। তবে ক্লাব বদলের সিদ্ধান্ত মেসি নেবেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পর।

[৬] এটা ঘটনা ফুটবলের দলবদলের পরিভাষায় মেসি এখন ‘ফ্রি এজেন্ট’। এর ফলে তিনি এখন যেকোনও ক্লাবে অনায়াসে সই করতে পারবেন। এই পরিস্থিতিতে বার্সা যদি মেসিকে ফের সই করাতে চায়, তাহলে অর্থ বেশি দিতে হবে। আর তা বার্সা দিতে পারবে না আর্থিক কারণে। তাছাড়া স্প্যানিশ লিগের নতুন আর্থিক নিয়ম অনুযায়ী তা আইনেও আটকাবে। তাছাড়া মেসি তার পাশে ভাল দলও চাইছেন। কারণ ২০২০-২১ মওসুমের কোপা দেল রে বাদ দিলে দীর্ঘদিন মেসিদের বড় ট্রফি নেই। বার্সেলোনা শেষবার স্প্যানিশ লিগ জিতেছিল ২০১৮-১৯ মওসুমে। তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জয় ২০১৪-১৫ সালে।

[৭] বার্সিলোনা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা এখনও আশা করছেন, তারা মেসিকে নতুন করে সই করাতে পারবেন। মেসির বাবা এবং এজেন্ট জর্জ মেসির সঙ্গে ক্লাবের কথাও চলছে। কিন্তু মেসি যে বার্সায় একেবারেই আর থাকতে চাইছেন না, সেটা বারেবারে বোঝা গিয়েছে। – আজকাল

 

The post [১] নতুন চুক্তি হল না, বার্সায় কী তবে মেসি যুগের অবসান! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত