[১] যুদ্ধবিধ্বস্ত দেশে শিশুদের উপর সহিংসতা বেড়েছে ৭০ থেকে ৯০ শতাংশ: জাতিসংঘ
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার চিল্ডেন এন্ড আর্মড কনফ্লিক্টের প্রতিবেদনে জাতিসংঘ জানায়, ২০২০ সালের যুদ্ধে কমপক্ষে ১৯ হাজার ৩শ ৭৯ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়ও অনেক শিশু অপহরণ ও যৌন সহিংসতার শিকার হয়েছে। আল জাজিরা
[৩] জাতিসংঘ ২৬ হাজার ২শ ২৫টি ঘটনার তদন্ত করে দেখেছে ২০২০ সালেরই শিশুদের সঙ্গে সহিংসতা করা হয়েছে ২৩ হাজার ৯শ ৪৬টি ঘটনায়। আর ২০২০ সালের আগেই ঘটেছে ২ হাজার ৭৯টি ঘটনা কিন্তু এগুলোর স্বীকৃতি মিলেছে ২০২০ সালেই।
[৪] প্রতিবেদনে দেখা গেছে, আফগানিস্তান, কঙ্গো, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনে সবচেয়ে বেশি সংখ্যক শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও শিশুদের অপহরণ, কাজে নিয়োগ ও যৌন সহিংতার মত ঘটনা অনেক বেশি ঘটেছে।
[৫] চলমান যুদ্ধে ৮,৪০০ এরও বেশি শিশু মারা গেছে। আর সোমালিয়া, সিরিয়া ও মিয়ানমারে যুদ্ধের জন্য নিয়োগ করা হয়েছে প্রায় ৭ হাজার শিশু।
[৬] প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন, আন্তার্জতিক মানবাধিকার আইনকে অবহেলা করার কারণে শিশু সুরক্ষা মারাত্মক প্রভাব বাড়ছে।
[৭] জাতিসংঘ বলেছে, কোভিড মহামারি শিশুদের ঝুঁকিাগুলো আরো বাড়িয়ে দিয়েছে। এই মহামারির কারণে তারা স্কুলে যেতে পারছে না, খেলাধুলা করতে পারছে না। এমনকি তারা সাধারণ কাজগুলোও করতে না পারায় তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটছে না। সম্পাদনা : রাশিদ
The post [১] যুদ্ধবিধ্বস্ত দেশে শিশুদের উপর সহিংসতা বেড়েছে ৭০ থেকে ৯০ শতাংশ: জাতিসংঘ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment