ইউরোয় কে এগিয়ে, কে পিছিয়ে? দেখুন পয়েন্ট টেবিল
স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের জমজমাট টুর্নামেন্টে এরই মধ্যে প্রথম রাউন্ডের দুটি পর্ব শেষ হয়ে গেছে। আজ থেকে শুরু হবে প্রথম রাউন্ডের শেষ পর্ব। আজ থেকেই নিশ্চিত হয়ে যাবে কে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে, কে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে।
এবারের ইউরোয় প্রথম রাউন্ডে নিজেদের আধিপত্য বিস্তার করে ম্যাচ জেতা অনেক দলের গাড়িই দ্বিতীয় রাউন্ডে থমকে গেছে। সে তালিকায় সামিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগালও। জার্মানির বিরুদ্ধে ৪-২ গোলে পর্যদুস্ত হতে হয়েছে তাদের।
অপরদিকে, টুর্নামেন্টের অন্যতম দুই শক্তিশালী দল স্পেন এবং ইংল্যান্ডও আটকে গেছে হতাশাজনক ড্রয়ের বাধায়। তবে এ রাউন্ডের সবচেয়ে চমকপ্রদ পারফরম্যান্স হাঙ্গেরির।
ঘরের মাঠে দুরন্ত লড়াই করে তারা রুখে দেন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। দুই রাউন্ড শেষে শুধুমাত্র বেলজিয়াম, ইতালি ও নেদারল্যান্ডসই তাদের শতভাগ জয়ের ধারা বজায় রাখতে পেরেছে।
দেখুন পয়েন্ট টেবিল
‘এ’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | ইতালি | ২ | ২ | ০ | ০ | ৬ |
২ | ওয়েলস | ২ | ১ | ১ | ০ | ৪ |
৩ | সুইজারল্যান্ড | ২ | ০ | ১ | ০ | ১ |
৪ | তুরস্ক | ২ | ০ | ০ | ২ | ০ |
‘বি’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | বেলজিয়াম | ২ | ২ | ০ | ০ | ৬ |
২ | রাশিয়া | ২ | ১ | ০ | ১ | ৩ |
৩ | ফিনল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ৩ |
৪ | ডেনমার্ক | ২ | ০ | ০ | ২ | ০ |
‘সি’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | নেদারল্যান্ডস | ২ | ২ | ০ | ০ | ৬ |
২ | ইউক্রেন | ২ | ১ | ০ | ১ | ৩ |
৩ | অস্ট্রিয়া | ২ | ১ | ০ | ১ | ৩ |
৪ | নর্থ ম্যাডিসোনিয়া | ২ | ০ | ০ | ২ | ০ |
‘ডি’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | চেক রিপাবলিক | ২ | ১ | ১ | ০ | ৪ |
২ | ইংল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ৪ |
৩ | ক্রোয়েশিয়া | ২ | ০ | ১ | ১ | ১ |
৪ | স্কটল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ১ |
‘ই’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | সুইডেন | ২ | ১ | ১ | ০ | ৪ |
২ | স্লোভাকিয়া | ২ | ১ | ০ | ১ | ৩ |
৩ | স্পেন | ২ | ০ | ২ | ০ | ২ |
৪ | পোল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ১ |
‘এফ’ গ্রুপ
নং | দল | ম্যাচ | জয় | ড্র | হার | পয়েন্ট |
১ | ফ্রান্স | ২ | ১ | ১ | ০ | ৪ |
২ | জার্মানি | ২ | ১ | ০ | ১ | ৩ |
৩ | পর্তুগাল | ২ | ১ | ০ | ১ | ৩ |
৪ | হাঙ্গেরি | ২ | ০ | ১ | ১ | ১ |
The post ইউরোয় কে এগিয়ে, কে পিছিয়ে? দেখুন পয়েন্ট টেবিল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment