ব্রাত্য রাইসু: খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা

ব্রাত্য রাইসু: নোয়াম চমস্কির মতো অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবীরা আমেরিকার সম্পদ। এরা মানবতার বিপক্ষের একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি শক্তিশালী করণে ভালো ভালো কাজ কইরা যান। কিন্তু ভাবতে হবে, কেনো মার্কিন প্রশাসন তাদেরকে কিছু বলে না? এমনি এমনি? চমস্কিদের সৎ, উদার ও মানবতাবাদী কাজকর্ম শেষ পর্যন্ত আমেরিকার মানবতা বিরোধী অবস্থানকে কম মানবতা বিরোধী অবস্থান হিসাবে চিহ্নিত হইতে সাহায্য করে। অর্থাৎ তারা খারাপ কাজের ফিল্টার হিসাবে কাজ করেন। তাতে মার্কিন প্রশাসন খারাপ ভাবে চিহ্নিত হইলেও রাষ্ট্র বা দেশ হিসাবে আমেরিকা ভালো ও সুন্দর, উজ্জ্বল ও গৌরবের দেশ থাইকা যায়। খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা। আপনি খুন করবেন, খুনের সমালোচনার জন্যে চমস্কিদের রাখবেন। তখন যেহেতু খুনের প্রতিবাদ হইতেছে সুতরাং খুন তেমন খুন মনে হবে না আর বিশ্বের চোখে। চমস্কিরা মূলত আমেরিকাকে কসাই না হইতে দিয়া নরম মধুর বখে যাওয়া খুনি হিসাবে প্রতিভাত হইতে সাহায্য করেন। চমস্কির অ্যাকটিভিজমের অবস্থা অনেকটা শাহবাগে গণজাগরণ মঞ্চে সরকারের সহায়তায় সরকার বিরোধিতার মতো অবস্থা। কতো সত্য কথা বললেন, কতো তথ্য ফাঁস করলেন তাতে কিছুই যায় আসে না। যদি না আপনি আপনার খারাপ সরকারের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করেন। চমস্কি সেই রকম অবস্থান নিলে মার্কিন সরকার তাকে এইভাবে আমেরিকার মানবিক মুখ হিসাবে বিশ্বের কাছে পূজনীয় হইতে দিতো না। আমি অবশ্যই জানি না তথ্যসংগ্রহ, মুখস্থ ও উপস্থাপনের বাইরে পররাষ্ট্রনীতি বিষয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে কী সেই শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক অবস্থান চমস্কির, যা তাকে আরেকজন মার্কিন সুবিধাবাদী হিসাবে না দেখতে সাহায্য করবে আমাদের। এমনিতে নোয়াম চমস্কি (জন্ম. ১৯২৮, ফিলাডেলফিয়া, ইউএসএ) আমার প্রিয় বুদ্ধিজীবীদের একজন। কিন্তু রাজনৈতিক অবস্থানের দিক থেকে মার্কিন উদারনৈতিক অবস্থান খুবই গৌণ অবস্থান,সমস্যাজনক অবস্থান। বিশ্বের বিরোধিতায় মার্কিন অবস্থানকে তা শক্তিশালীই করে। ফেসবুক থেকে

The post ব্রাত্য রাইসু: খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা