[১] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলী মারা গেছেন
সালেহ্ বিপ্লব: [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে।
[৩] বরেণ্য এ শিক্ষাবিদ ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
[৪] তিনি বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সদস্য এবং তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক ছিলেন তিনি।
[৫] শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।
The post [১] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলী মারা গেছেন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment