[১] ফাইলে সই না করায় অফিস ভাঙচুর করল ইউপি চেয়ারম্যান!

রিংকু কুমার রায়: [২] কাজ না করেই ফাইলে সই করতে না চাইলে কর্মকর্তার অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলী। আবু বক্কর সিদ্দিক মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান।

[৩] ঠিকঠাক মতো কাজ না করেই রোববার (২৭ জুন) তিনি হতদরিদ্রদের কাজের (ইজিপি) টাকা উত্তোলনের ফাইলে জোর করে সই নিতে আসবাবপত্র ভাঙচুর করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বরাবর রোববার লিখিত অভিযোগ করেছেন পাট কর্মকর্তা মোহাম্মদ আলী।

[৪] তাঁর লিখিত অভিযোগে উল্লেখ্য, গত রোববার অসুস্হ অবস্থায় উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক অফিসে ঢুকে ইজিপিপি’র কাজের ফাইলে সই নেয়ার জন্য চাপ দেয়। কিন্তু ওইসব কাজ ঠিকমতো করা হয়নি। কোনো কোনো রাস্তা শ্রমিক না নিয়ে এসকেভটর দিয়ে মাটি কাটা হয়েছে। ফলে এসব অবৈধ ফাইলে সই দিতে অসম্মতি জানান ওই কমর্কতা। এতেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে অফিসে থাকা চেয়ার ভাঙচুর করেন। তাতেও রাজি না হওয়ায় নানা রকম ভয় ভীতি প্রদর্শন করেন।ওই অফিসে উপস্থিত থাকা অন্য এক ব্যক্তি চেয়ারম্যান কে অফিসের বাইরে নিয়ে যান।

[৫] মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এমন কোনো ঘটনা ঘটেনি। মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের থানা সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবাল বলেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়টি খুবই দুঃখজনক এবং এ নিয়ে নিন্দা জানানো হয়েছে।

[৬] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক। চেয়ারম্যান ও কর্মকর্তা দুজনকে নিয়েই বসে আলোচনার মাধ্যমে শেষ করবো। আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

The post [১] ফাইলে সই না করায় অফিস ভাঙচুর করল ইউপি চেয়ারম্যান! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত