জাফর ওয়াজেদ: জিয়াকে কেন সেনাপ্রধান করা হয়নি?

জাফর ওয়াজেদ: সাবেক আর্মি চিফ শফিউল্লাহ বলেছেন, ‘সিনিয়র হওয়া সত্ত্বেও জিয়াকে সেনাপ্রধান না করা সরকারের ভুল ছিলো’।

[১] তাহলে প্রশ্ন হলো, জিয়াকে কেন আর্মি চিফ করা হয়নি? নীচে পয়েন্ট আকারে তা উল্লেখ করা হলোÑ [১] মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সঠিক নেতৃত্ব দিতে পারেননি। তার যুদ্ধপরিকল্পনা ও অবহেলার কারণে প্রচুর অফিসার নিহত হয়। (যেমন- কামালপুরের যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ও আরও অনেকে।)

[২] সেক্টর কমান্ডারদের মিটিং এ অসদাচরণ করেছিলেন এবং ওসমানীকে সেনাপ্রধান হিসেবে মানতে রাজি হয়নি। এবং অবাধ্যতা ও চক্রান্ত করেছেন। যার ফলে ওসমানী প্রবাসী সরকারকে পদত্যাগপত্র পর্যন্ত জমা দিতে বাধ্য হয়েছিলেন।

[৩] যুদ্ধকালীন সময়ের শুরুতে তার অপকর্মের কারণে বিডিএফ হেডকোয়ার্টার সম্মিলিত বোর্ড করে তাকে কোর্ট মার্শাল করার প্রস্তুতিও নিয়েছিলো।

[৪] নিজের ফ্যামিলি স্টেবল ছিলো না। এখানে জিয়া এবং তার স্ত্রী (ও শ্বশুরালয়ের) রেকর্ড যাচাই করা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য : বিশ্বের কোনো আর্মিতেই ডেপুটি চিফ পদ নেই। তবুও এটি তৈরি করে জিয়াকে রাখা হয়েছিলো। এখানে উল্লেখ্য যে, ডেপুটি করার পরেও সে প্রেসিডেন্টের কাছে নিজে ও বিভিন্ন লোক দিয়ে সরাসরি সুপারিশ করে যা সার্ভিস রুল বিরোধী। সেনাবাহিনী কঠোর নিয়মে চলা একটি সুশৃঙ্খল বাহিনী। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিলে কোনোভাবেই জিয়ার চাকরি সেক্টর কমান্ডার (কর্নেল) পর্যন্ত টিকে না।
References : [১] ‘জিয়ার ব্যাপারে সরকার দুটি বড় ভুল করেছিলো। শফিউল্লাহ [২] শহীদ মুক্তিযোদ্ধাদের শেষ চিঠি [৩] ‘বিভিন্ন যুদ্ধের বর্ণনা ০৯ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র [৪] ‘আত্মসমর্পণ অনুষ্ঠান-কয়েকটি অমীমাংসিত প্রশ্ন [৫] ‘১১ জুলাই ১৯৭১ঃ মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন [৬] আতাউল গনি ওসমানী [৭] মূলধারা ৭১- মঈদুল হাসান। ফেসবুক থেকে

The post জাফর ওয়াজেদ: জিয়াকে কেন সেনাপ্রধান করা হয়নি? appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা