ফিরোজ আহমেদ: মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে
ফিরোজ আহমেদ: বিনা তথ্য-প্রমাণে শাট ডাউন অযৌক্তিক, অমানবিক। আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসার কোনো ন্যূনতম ব্যবস্থা আসলে নেই। অক্সিজেন দেয়ারও সামর্থ্য সরকারের নেই। আজকের প্রথম আলোতেই তেমন একটা প্রতিবেদন আছে। আইসিইউতে ভর্তির সুযোগ পাচ্ছে না মানুষ। অথচ আক্রান্তের সংখ্যা এখনো চরম সময়ের দিল্লী, লক্ষ্মৌ কিংবা কলকাতার প্রতিদিনের আক্রমণের চাইতে কম। ইতালি বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের সাথে আদৌ তুলনীয় নয়। তাহলে কেনো এখনই হাসপাতাল ভেঙে পড়ছে? কারণ আপনাদের কোনো প্রস্তুতি নেই, দেড় বছর চলে গেলেও। ওদিকে শাট ডাউন মানে দেশটাকে একটা কারাগার বানিয়ে সমস্যাকে চাপা দেয়ার চেষ্টা করা। তাদেরকে চোখের আড়ালে মরতে দেয়া। নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতাকে লুকোবার জন্য মরিয়া হয়েই তারা এই কাজ করছে। মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে। এতো সোজা! টিকা দেয়ার নাম নাই, শাট ডাউনের গোঁসাই! বরং আক্রান্ত জেলাগুলোতে বিনামূল্যে সকল দরিদ্র মানুষকে খাবার দিন। সেগুলোকে বিচ্ছিন্ন করুন। খাবারের নিশ্চয়তা থাকলে মানুষ বাইরে যাবে না। বাকি জেলাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করুন। বাকি সর্বত্র মানুষকে কাজ করতে দিন। জীবিকা নির্বাহ করতে দিন। আক্রান্ত জেলাগুলোর বাইরে অন্যত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করে এই মুহূর্তে একটা জনস্বাস্থ্য পর্ষদ বানিয়ে তাদেরকে দিয়ে পুরো স্বাস্থ্যকাঠামো চালানো দরকার। এটা যদি একটা জরুরি অবস্থাই হয়, যুদ্ধক্ষেত্রে যেমন সেনাপতিরা চালান, স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থাও স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞগদের একটা পরিষদেরই নির্বাহ করার কথা। আমলারা, পুলিশ কিংবা সেনাবাহিনী হবে তাদের অধীনস্থ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সংক্রামক ব্যধির বিশেষজ্ঞ, পরিসংখ্যানবিদ, জেষ্ঠ্য চিকিৎসক এবং অর্থনীতিবিদরা হবেন সেই পর্ষদের পরিচালক। ঢাকায় কি মহামারী ততটা তীব্র চলছে, যাতে শাট ডাউন দেয়া দরকার? কোন গবেষণার ভিত্তিতে তা বলছেন? কেন বরগুনাকে শাট ডাউনে দেবেন? কেন সিলেট? কত মানুষ আক্রান্ত? দিনাজপুরে কি শত শত মানুষ মারা যাচ্ছেন? দেখবেন বেয়াদব পত্রিকাগুলোকে, সাধারণ মানুষের ঘাড়েই সব দোষ চাপিয়ে দেবে। শাট ডাউনের পক্ষে বিপক্ষে যৌক্তিক মতামত থাকতে পারে, কিন্তু তারা একটা মতামতকে গায়েব করে দেবে। তথ্য দিন। তথ্যের ভিত্তিতে কথা বলুন। তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হোক। জনস্বাস্থ্যবিদরা, সংক্রামক ব্যধি বিশেষজ্ঞরা সামনাসামনি জানাক এই এই ঘটনা ঘটতে পারে, এই এই সম্ভাবনা আছে। বিনা প্রমাণের আমলাতান্ত্রিক শাট ডাউন ব্যর্থ হবে আমলাতান্ত্রিক লক ডাউনের মতোই। মরিয়া মানুষ ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারেন, তাতে আমার আপত্তিও নেই। মানুষকে নিয়ে যে মাত্রার জুয়া খেলা হলো এই দেশে গত দেড় বছরে, তার চাইতে যে কোনো কিছু ভালো। যে কোনো কিছু। ফেসবুক থেকে
The post ফিরোজ আহমেদ: মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment