অস্ট্রিয়াকে হারিয়ে নক আউট পর্বে নেদারল্যান্ডস
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে ইউক্রেনকে হারিয়ে নক আউট পর্ব অনেকটাই নিশ্চিত করে রেখেছিল নেদারল্যান্ডস। এবার ইউরো চ্যাম্পিয়নশিপের ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে খেলাটা নিশ্চিত হয়েছে ১৯৮৮ সালের চ্যাম্পিয়নদের।
ইয়োহান ক্রুইফ এরিনাতে বল দখলে দুইদল প্রায় সমানে সমান। কিন্তু ম্যাচজুড়ে নেদারল্যান্ডসের আধিপত্য একটু বেশিই ছিল।ডিপেই-দামফ্রিসরা দুই উইং দিয়ে বার বারই ঢুকে পড়ে আক্রমণ শানিয়েছে। গোলও পেয়েছে। বিপরীতে অস্ট্রিয়া ফাঁকে ফাঁকে আক্রমণে উঠার চেষ্টা করেছে। তবে গোল করার কাছাকাছি পর্যায়ে গিয়েও না পাওয়ার হতাশায় ভুগতে হয়েছে।
ম্যাচের ১০ মিনিটের সময় এগিয়ে যায় কমলা জার্সিধারিরা। পেনাল্টি থেকে।
অস্ট্রিয়ার আলাবা ফেলে দেন নেদারল্যান্ডের দামফ্রিসকে। ভিএআর দেখে পেনাল্টির নির্দেশ আছে। পেনাল্টি থেকে মেমপিস ডিপেই গোলকিপারের ডান দিকে জোরালো শটে জাল কাঁপান।
২৪ মিনিটে ডিপেই ব্যবধান বাড়ানোর সুযোগ হারান। বক্সে ঢুকে এই ফরোয়ার্ডের জোরালো শট বাইরের জাল কাঁপায়।
৪০ মিনিটে নেদাল্যান্ডসের আরও একটি সুযোগ নষ্ট হয়। বক্সে ঢুকে ভেগহোর্স্ট শট না নিয়ে বা দিকে ডিপেইকে দেয়,কিন্তু লিঁওর এই ফরোয়ার্ড ক্রস বারের ওপর দিয়ে প্লেসিং করে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।
বিরতির পরও নেদারল্যান্ডসের আক্রমণে ভাটা পড়েনি। ৬০ মিনিটে নেদারল্যান্ডসের ভেগহোস্টের হেড গোলকিপার প্রতিহত করেন।
৭ মিনিট পরই এগিয়ে যায় ইয়ং-টিম্বাররা। মালেনের পাসে দামফ্রিস প্লেসিং করে দলকে ২-০তে এগিয়ে নেন।
অস্ট্রিয়া ৮০ মিনিটে ম্যাচে ফেরার ভালো সুযোগ নষ্ট করে। আলাবার শট পোস্ট ঘেঁষে গেলে গোল শোধ দেওয়া হয়নি। শেষ পরযন্ত ২-০ স্কোরলাইন রেখেই ইউরোতে অন্যতম ফেভারিট ডাচরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
The post অস্ট্রিয়াকে হারিয়ে নক আউট পর্বে নেদারল্যান্ডস appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment