[১] লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, নজরদারিসহ পাল্টা ব্যবস্থা ভারতের
রাশিদুল ইসলাম : [২] ভার-চীন সংঘাতের আবহে পূর্ব লাদাখের উল্টোদিকে থাকা তিব্বত সংলগ্ন বিমানঘাঁটি থেকে চীনা বিমানবাহিনীর ২৪টি ফাইটার জেট নিয়ম করে টহল দেওয়া শুরু করেছে।
[৩] ভারতীয় বিমানবাহিনীর মতে, ওই অভিযান সম্পূর্ণ প্ররোচনামূলক। সেজন্য পাল্টা তৎপরতা শুরু করেছে ভারতও।
[৪] চীনের জে-১১ সিরিজের ফাইটার জেটের সঙ্গে যুক্ত হয়েছে জে-১৬। এই দুই সিরিজের যুদ্ধবিমান যৌথভাবে উড়ান শুরু করেছে নিয়ম করে। হুটান, গারিগুনসা ও কাশগড় ইত্যাদি বিমানঘাঁটি থেকে চীনা যুদ্ধবিমান আকাশে উড়ছে। এভাবে আকাশপথে প্রকৃত নিয়ন্ত্রণরেখার উপরে সক্রিয়তা শুরু করেছে চীন।
[৫] অন্যদিকে, ভারতও চুপ করে বসে নেই। পাল্টা মিগ-২৯ এবং সুখোই তো বটেই, মাঝেমধ্যে রাফায়েল যুদ্ধবিমানও উড়ছে আকাশে। ভারতের এই পদক্ষেপ চীনকেও কিছুটা সতর্ক থাকতে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের সেনাবাহিনীর দীর্ঘ ১০ মাসের টানাপোড়েনের পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হয়েছিল, তখনই নয়া সংঘাতের আবহের সূত্রপাত নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।
[৬] ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, লাদাখে সীমান্তের ওপারে কমপক্ষে ২২টি চীনা যুদ্ধবিমান মহড়া চালায়। এরমধ্যে বেশ কয়েকটি ছিল জে-১১ যুদ্ধবিমান যা আদতে সুখোই-২৭ বিমানের আদলে তৈরি। এছাড়া, সামরিক মহড়ায় অংশ নেয় লালফৌজের জে-১৬ যুদ্ধবিমানও। চীনা লালফৌজের এই আগ্রাসী কার্যকলাপের উপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী। কোনওভাবেই দেশের নিরাপত্তা নিয়ে গাফিলতি হবে না বলে জানিয়েছে সেনা।
[৭] বিশ্লেষকদের মতে, গতবছর গালওয়ান উপত্যকায় ভারতীয় ফৌজের সঙ্গে সংঘর্ষে বেশ ধাক্কা খেয়েছে চীন। কয়েকদশকের অবস্থান পালটে নয়াদিল্লি যে এমন মারমুখী হয়ে উঠবে, তা ভাবতে পারেনি বেজিং। ফলে সীমান্তে চাপ তৈরির কৌশল হিসেবে সামরিক মহড়া চালাচ্ছে চীনা সেনা।
[৮] জিনজিয়াং এবং তিব্বত স্বায়ত্তশাসিত সামরিক অঞ্চলে অবস্থিত ৭টি চীনা সামরিক ঘাঁটি পর্যবেক্ষণ করতে স্যাটেলাইট এবং অন্যান্য ধরণের নজরদারি ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর ফরোয়ার্ড এয়ারবেস পশ্চিম ও উত্তর ফ্রন্টের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পারসটুডে
The post [১] লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, নজরদারিসহ পাল্টা ব্যবস্থা ভারতের appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment