[১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সেরেনা উইলিয়ামস
স্পোর্টস ডেস্ক : [২] চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন আসরের সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অর্থাৎ এবারো মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের বিশ্ব রেকর্ড স্পর্শ করা হলো না যুক্তরাষ্ট্রের এই তারকার। কোর্ট ছাড়তে হলো কাঁদতে কাঁদতে।
[৩] মঙ্গলবার (২৯ জুন) আসরের প্রথম রাউন্ডে ৩৯ বছর বয়সী সেরেনার প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরেনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান।
[৪] তখন চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান সেরেনা। এরপর ফিরে এসে দুটি গেম হারেন। ৩-৩ অবস্থায় তিনি পড়ে যান। চেয়ার আম্পায়ার তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাই চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান এ বারের ষষ্ঠ বাছাই।
[৫] সাসনোভিচ দ্বিতীয় রাউন্ডের টিকিট পেলেও সেরেনার জন্য ব্যথিত, ‘সত্যিই সেরেনার জন্য খারাপ লাগছে। সে গ্রেট চ্যাম্পিয়ন। টেনিসে কখনো কখনো এমন হয়। তার জন্য শুভ কামনা। – জি নিউজ/ দেশরূপান্তর
The post [১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সেরেনা উইলিয়ামস appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment