এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে

এম আমির হোসেন: স্মৃতি রোমন্থন করে সুখ পাওয়ার জন্য কিংবা দুঃখ-বিলাসিতা করার জন্য হলেও জীবনে একটা লেভেলের সাফল্য লাগে। হোক তা বৈষয়িক সাফল্য বা সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিলাভের সাফল্য। হাসন রাজা প্রাসাদে বসেই বুঝেছিলেন, ‘ঘর-বাড়ি ভালা না আমার’! শোনা যায়, লালন ফকিরের মৃত্যুর পর তাঁর ঘরে নগদ আড়াই হাজার টাকা পাওয়া গিয়েছিল, যা সেই সময়ে পরিমাণে কম ছিলো না। এটা কি ‘জাতে মাতাল তালে ঠিক’ অবস্থা? আমি তা মনে করি না। সাফল্যহীন জীবন মূলত হতাশার জীবন। হতাশ মানুষের ভাবনা তার হতাশাকে কেন্দ্র করেই ঘূর্ণি খেতে থাকে। হতাশ মানুষের সৃষ্টি মূলত তার হতাশারই বিলাপ। শিল্প-সাহিত্য মানে কেবল ডিপ্রেশড মানুষের বিলাপ নয়।

তাই মোটামুটি মানের হলেও জীবনে সাফল্যের একটা পথ খুঁজুন। কর্মজীবনের সাফল্য, সৃষ্টির সাফল্য কিংবা খ্যাতিপ্রাপ্তির সাফল্য যা-কিছু হোক একটা কিছু খুঁজে নিন। একবারের জন্যই এই মানবজন্ম। যা করার তা করতে হবে এক জীবনেই, তা-ও আবার বয়স থাকতে থাকতে। সুস্থ থাকা অবস্থাতেই তা করার চেষ্টা করুন। শরীর বিগড়ে গেলে তো সব শেষ!

দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে। ক্রমাগত দুঃখের সাগরে হাবুডুবু খেতে থাকলে এর সৌন্দর্য কি বোঝা যায়? দুঃখ-বিলাসিতা শব্দটিকে আমরা নেগেটিভ অর্থে বলি; কিন্তু যে মানুষ দুঃখকে জয় করার মতো সাহসী কর্মটি সম্পাদন করতে পেরেছে সে তো এক-আধটু বিলাসিতা করতেই পারে।

সুখ বা দুঃখবিলাসী সৃষ্টির জন্য সুন্দর ঘরে ঝকঝকে বারান্দায় বসে গান শুনতে শুনতে উজ্জ্বল-শ্যামলা, সদা-হাস্যোজ্জ্বল বউয়ের হাত থেকে পাওয়া এক কাপ গরম কফি লাগে। সেই কফিতে চুমুক দিলে বিগত গল্পগুলো প্রাণবন্ত হয়, স্মৃতিগুলো হালকা আঁচে পোড়ায়, ব্যথাগুলো সৃষ্টি সুখের উল্লাসে কাঁপে। যদি সুন্দর সেই ঘরটি না থাকে তবে বউটির সেই মুখ-ই দুর্মুখ হবে; ঘ্যানরঘ্যানর করে করে আপনার সৃষ্টিকে চরমভাবে ব্যাহত করবে। শিল্পমূল্যে আপনার সৃষ্টি তখন ব্যর্থ মানুষের বিলাপ ছাড়া আর কিছুই হবে না! লেখক : চিকিৎসক

 

The post এম আমির হোসেন: দুঃখের সৌন্দর্য বোঝা যায়, দুঃখটা ঠিকঠাক জয় করতে পারলে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত