[১] সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট
রাজু আহমেদ: [২] চট্টগ্রামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় অনলাইন মিডিয়ায় সাংবাদিকতার নামে মাদক ব্যবসা করে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। কতিপয় ভূইফোড় অনলাইন নিউজ পোর্টাল কিংবা টিভি তৈরি করে সাংবাদিকতার কার্ড বানিয়ে মাদক বহন করার বিষয়টি যেন একটা অন্যতম বাহন হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে গাড়িতে প্রেস লেখা লাগিয়ে মাদক পরিবহন করাও যেন সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে।
[৩] গত ০৫ জুন কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়ক বেরিকেড দিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ একটি অনলাইন টিভির দুই সাংবাদিককে আটক করে পুলিশ। আটককৃতরা চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলীর চেয়ারম্যান বাড়ির মোঃ আমিনের পুত্র তারেক আমিনী (৩০) ও ক্যামেরা পার্সন শেখ ফরিদুর আনোয়ারের পুত্র রাজিব আনোয়ার (৩২)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
[৪] চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, আটককৃতরা ‘বন্দর নগরী’ নামে একটি টেলিভিশনের সাংবাদিক। তাদের কাছ থেকে ওই টেলিভিশনের দুইটি আইডি কার্ড ও একটি ক্যামেরা উদ্ধার করা হয়। রাজীবের কুমিল্লা চৌদ্দগ্রামের মামলা নম্বর-৭। এছাড়াও ডাবলমুরিং থানাতেও তার আরও একটি মামলা রয়েছে।
[৫] অপরদিকে গত ১৫ জুন চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিআরবি রেলওয়ে রেস্ট হাউজের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তারা দুই কেজি গাঁজাসহ বিক্রির উদ্দ্যেশে বহন করছিল। আটককৃতরা হলেন- পাহাড়তলী সরাইপাড়া এলাকার মৃত আহসান উল্লাহর ছেলে মো. বাচ্চু ও চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার মুজিবুল হক চৌধুরীর ছেলে মো. সাম্মি। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম। মামলা নং -৫৪৮৫, তারিখ : ১৬-০৬-২০২১ ইং। স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু সপরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। পাহাড়তলী থানাতে তার একটি মাদক মামলা রয়েছে।
[৬] এদিকে গাড়িতে প্রেস লাগিয়ে ও সাংবাদিকতার কার্ড বানিয়ে মাদক বহন করার বিষয়টি যেন একটা অন্যতম বাহন হয়ে দাঁড়িয়েছে। আর এসব সাংবাদিক নামধারী মাদক ব্যবসায়ীরা প্রকৃত সাংবাদিকদের সম্মান নিয়ে খেলছে। এসব নামধারী সাংবাদিকের খুজে বের করে শাস্তি দিতে ব্যবস্থা নেওয়ার দাবি প্রকৃত সাংবাদিকদের। যেন ভবিষ্যতে আর কোন মাদক ব্যবসায়ী সাংবাদিক বা প্রেস ব্যবহার করে মাদক বহন করার সাহস না পায়।
The post [১] সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসার সিন্ডিকেট appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment