[১] বাইডেন পরিবারের কুকুর চ্যাম্প মারা গেছে
সালেহ্ বিপ্লব: [২] প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাদের পরিবারের প্রিয় এই সদস্যের মারা যাওয়ার খবর জানান টুইটারে। বিবিসি
[৩] জার্মান শেফার্ড কুকুরটি তার ১৩ বছরের জীবন কাটিয়েছে বাইডেন পরিবারেই।
[৪] টুইটারে প্রেসিডেন্ট লিখেন, আমাদের পরিবার আজ প্রিয় সঙ্গী চ্যাম্পকে হারিয়েছে। আমি তাকে মিস করবো।
[৪] যৌথ বিবৃতিতে মিসেস ও মিস্টার বাইডেন বলেন, সে ছিলো আমাদের সুখ-দুঃখের সঙ্গী।
The post [১] বাইডেন পরিবারের কুকুর চ্যাম্প মারা গেছে appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment