মাঠে মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালেন এরিকসন, স্থগিত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
৪০ মিনিটে ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তাঁর কাছে আসার আগেই হঠাৎ মাঠে পড়ে যান এরিকসন। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে।
সঙ্গে সঙ্গেই সতীর্থ-ডাক্তাররা ছুটে আসেন তাঁর দিকে। তাঁদের উদ্বিগ্ন মুখই বলে দিচ্ছিল, অবস্থা ভীষণ গুরুতর। এক পর্যায়ে এরিকসনের বুকে হাত দিয়ে চেপে (সিপিআর) তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল।

শেষ পর্যন্ত তাঁর কী অবস্থা তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। চারিদিক ঘিরে রাখা হয়েছিল। প্রায় ১৩ মিনিট সেখানে চিকিৎসার পর ঘিরে রাখা অবস্থাতেই এরিকসনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠিয়ে দেন রেফারি।
The post মাঠে মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালেন এরিকসন, স্থগিত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment