রোনালদো-পগবার পর এবার বোতলকাণ্ডে ইতালিয়ান তরুণ 

স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে শিরোনাম হচ্ছে একের পর এক বোতলকাণ্ড। ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবার পর এবার আলোচনায় ম্যানুয়েল লোকাতেল্লির নাম।

ফুটবলার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে উপস্থিত হন তখন মাইকের সামনে রাখা থাকে যথাক্রমে পানির বোতল, স্পন্সর কোকাকোলা বোতল ও হেনিকেন বিয়ারের বোতল।

নিজের প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে নামার আগে পর্তুগীজ মহাতারকা রোনালদো কোকের বোতল সরিয়ে রেখেছিলেন। তার পর পানির বোতল উঁচিয়ে ধরেছিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। এতে ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখেও পড়ে কোকোকোলা।

অন্যদিকে জার্মানির বিপক্ষে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন পল পগবা। বিশ্বকাপ জয়ী এই তারকাকে দেখা যায় হেনিকেনের বোতলগুলো সরিয়ে ফেলতে। অনেকের ধারণা ধর্মীয় কারণে বোতলগুলো নিজের থেকে দূরে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মুসলিম মিডফিল্ডার।

বুধবার রাতে (১৬ জুন) ইতালি নেমেছিল সুইজারল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায় আজ্জুরিরা। ইতালির পক্ষে প্রথম দুটি গোলই এসেছিল ম্যানুয়েল লোকাতেল্লির পা থেকে। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার রোনালদোর মতোই কোকাকোলার বোতলগুলো সরিয়ে দেন। যদিও অন্যকোনও ইঙ্গিত দেননি সাস্সুওলোর হয়ে খেলা এই তরুণ তারকা।

এদিকে দুর্দান্ত পারফরমেন্সের কারণে জুভেন্টাস ও আর্সেনালের নজরে পড়েছেন লোকাতেল্লি। সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর বরাতে ইএসপিএন জানিয়েছে, জুভের নতুন কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি তাকে নিজেদের করে নিতে চাইছেন। অন্যদিকে ইংলিশ দল আর্সেনাল আগে থেকেই নিজেদের রাডারে রেখে লোকাতেল্লিকে।

The post রোনালদো-পগবার পর এবার বোতলকাণ্ডে ইতালিয়ান তরুণ  appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

সুস্থ জীবনের সেরা অভ্যাস—সঠিকভাবে হাঁটার নিয়ম জানুন!

আজকের গুরুত্বপূর্ণ ফুটবল ও ক্রিকেট ম্যাচ সূচি

পুষ্টিবিদের পরামর্শে সারাদিনের হেলদি ডায়েট প্ল্যান — জানুন কী খাবেন চার বেলা!

মধ্যনগরে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই চালককে অর্থদণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

দৌলতদিয়া ফেরী ঘাটে জাল টিকিটের ছবি তোলায় দালালদের হামলা