[১] আজ বিকেলে বসবে বাজেট অধিবেশন, কাল বাজেট পেশ

মনিরুল ইসলাম: [২] কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুরসণ করেই আজ ২জুন বুধবার থেকে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে । বিকেল ৫টায় বসবে অধিবেশন । করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। চলবেন ১২ থেকে ১৪ কার্যদিবস। একজন সংসদ সদস্য ৩ থেকে ৪ কার্যদিবস অধিবেশনে যোগ দিবেন। এবারও কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৩] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। চলমান কুমিল্লা-৫ থেকে নির্বাচিত সংসদের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও ঢাকা -১৪ আসনের আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। রেওয়াজ অনুযায়ী আলোচনা ও শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন মুলতবি করা হবে।

[৪] এদিকে, আগামী ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটের আকার দাঁড়াচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। টাকার অঙ্কে এই বাজেট চলতি অর্থবছরে মূল বাজেটের চেয়ে ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি। [৫] কাল ৩ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। বর্তমান সরকারের এটি টানা ১৩তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ৩য় বাজেট।

[৬] সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ অধিবেশনে যোগদানের জন্য ইতোমধ্যে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। দুই ডোজ করোনা ভ্যাকসিন (টিকা) নিলেও এই নমুনা পরীক্ষা করাতে হবে।

[৭] জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অধিবেশন কক্ষে আসন বন্টন আগের মতোই থাকছে। নির্ধারিত দুরত্ব বজায় রেখেই সদস্যরা বসবেন।

[৮] জানা গেছে , বাজেট প্রস্তাব উত্থাপনের পর দুইদিন বিরতি দিয়ে ৬ জুন থেকে বাজেট আলোচনা শুরু হবে। ওইদিন থেকে বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।

[৯] প্রস্তাবিত বাজেটের উপর মাত্র ৫দিন আলোচনা হবে। আলোচনায় নির্ধারিত সংখ্যক সরকার ও বিরোধী দলের সদস্য অংশ নিবেন। আগামী ২৯ জুন অর্থবিল ও পরদিন ৩০ জুন বাজেট পাস হবে।

[১০] এদিকে, সংসদে বাজেট পেশের আগে ওইদিন বেলা ১২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভা অনুমোদনের পর অর্থ বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন।

The post [১] আজ বিকেলে বসবে বাজেট অধিবেশন, কাল বাজেট পেশ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত