ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে বিমান থেকে লাফ দিলেন এক ব্যক্তি

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চলন্ত বিমান থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছেন এক ব্যক্তি। তার আগে ককপিটে ঢোকার জন্য কয়েকবার চেষ্টা করেন তিনি। এরপরই বিমানের দরজা খুলে জরুরি স্লাইডের মাধ্যমে লাফ দেন। খবর প্রকাশ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ফেডারাল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে ট্যাক্সিওয়েতে আটক করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ফ্লাইট ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে যাত্রীটি তার আসন থেকে উঠে পড়েন। এরপর জরুরি দরজা দিয়ে লাফিয়ে পরার আগে তিনি ককপিটের দরজায় আঘাত করেন।

এদিকে, কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির এমন কাণ্ডের কারণ কী তা জানার চেষ্টা করছে।

বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইটে অনাকাঙ্খিত এমন ঘটনা ব্যাপকহারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার বার এমনটা হয়েছে।

The post ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে বিমান থেকে লাফ দিলেন এক ব্যক্তি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত