[১] ভাসানচরে রোহিঙ্গা কাণ্ডে জাতিসংঘের উদ্বেগ
কূটনৈতিক প্রতিবেদক: [২] জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনার রাউফ মাজাও ও গিলিয়ান ট্রিগসের ভাসানচর পরিদর্শনের সময় রোহিঙ্গারা বিক্ষোভ ও ভাংচুর করার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
[৩] সোমবার মধ্যে রাতে ইউএনএইচসিআর উদ্বেগ প্রকাশ করে বলেছে, শরণার্থীদের সুরক্ষা ও সুস্বাস্থ্য আমাদের প্রধান অগ্রাধিকার। আমরা জরুরিভাবে ক্ষতিগ্রস্তদের অবস্থার বিষয়ে তথ্য অনুসন্ধান অব্যাহত রেখেছি এবং তারা পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাবে। আমরা দুঃখিত যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশু এবং নারী ছিল।
[৪] ইউএনএইচসিআর প্রতিনিধিরা শরণার্থীদের একটি বড় অংশের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের উত্থাপিত বিভিন্ন বিষয় শুনতে পেরেছে। প্রতিনিধি দলটি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।
[৫] বাংলাদেশ সফরে আসা সংস্থাটির দুই সহকারী হাইকমিশনারের মধ্যে রাউফ মাজাও পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার এবং গিলিয়ান ট্রিগস সুরক্ষা বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই সহকারী হাইকমিশনার আজ মঙ্গলবার (১ জুন) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
[৬] বাংলাদেশ সফরে আসা ইউএনএইচসিআরের দুই সহকারী হাইকমিশনার এ সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বৈশি^ক অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
The post [১] ভাসানচরে রোহিঙ্গা কাণ্ডে জাতিসংঘের উদ্বেগ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment