সিলেটের ‘নীল নদ’ লালাখাল (ভিডিও)

নিউজ ডেস্ক : সিলেটে জাফলং, ভোলাগঞ্জ, রাতারগুল, চা–বাগান ইত্যাদি বাদেও এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি ১৫ দিন ঘুরলেও শেষ করতে পারবেন না। আবার অনেকে বলে আমাদের দেশে দেখার মতো কিংবা ঘোরার মতো কিছুই নেই। কি নেই আমাদের দেশে? সাগর, পাহাড়, সবুজ অরণ্য—সবই আছে, শুধু চোখ মেলে তাকালেই হয়।

আপনি যদি বাজেট ট্রাভেলার হন, তাহলে মিনিমাম সাত থেকে আটজনের কম হলে আপনার খরচ একটু বেশি পড়বে। কারণ, নৌকা বা ট্রলারে করে আপনাকে লালাখাল ঘুরতে হবে। আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে এর বিকল্প নেই।

লালাখাল বাংলাদেশের সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী, পাহাড়ি বন, চা-বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য।

নদীর নামেই স্থানটির নামকরণ জৈন্তাপুরের সারিঘাট। ছোটখাটো এই বাজারের উত্তরপ্রান্তে ঘাটের অবস্থান। ওখানে পর্যটকদের অপেক্ষায় কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা সবসময় দাঁড়িয়ে থাকে। সিরিয়াল অনুযায়ী নির্ধারিত একটিতে চড়ে শুরু করতে পারেন নৌবিহার। সারির বিখ্যাত বালু, স্বচ্ছ পানি আর পাহাড়ি জনপদ দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবেন লালাখাল। নির্মাণকাজে ব্যবহারের জন্য এই নদীটির বালু কিন্তু বিখ্যাত। সিলেট অঞ্চলজুড়ে অত্যন্ত জনপ্রিয়। নদীর বুকে ছোট ছোট টিলার মতো দাঁড়িয়ে থাকা মাটি ও পাথর দ্বীপের মতোই মনে হয়। বাঁয়ে বিজিবি ক্যাম্প ছাড়িয়ে আরেকটু অগ্রসর হলে জিরোপয়েন্ট। এখান থেকে সুপারি বাগান ও ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্যও দারুণ উপভোগ্য। নদীর পূর্বতীরে খেয়াঘাটে আছে এক বিশাল বটবৃক্ষ। এর একটি শাখায় বসে কিছু সময় অনায়াসে জিরিয়ে নেওয়া যায়। গাছটি প্রাচীন। কেউ কেউ শতবর্ষীও বলেন। এরপর নিশ্চিন্তপুর বাজার পেরিয়ে উত্তর দিকে হাঁটতে হাঁটতে একসময় ঢুকে পড়বেন নাটমন্দির এলাকায়। চা-শ্রমিকদের পাড়াটা এখান থেকেই শুরু। ছোট রাস্তা দিয়ে পাড়ার ভেতর হাটতে হাটতে ডানে-বাঁয়ে তাদের বাসস্থানগুলোও মুগ্ধ করার মতো। বাড়িগুলোতে যেমন শোষণের চিহ্ন দেখবেন, তেমনি পরিচ্ছন্ন পরিবেশ জানান দেবে, রক্ত শোষণ হলেও তাদের রুচি এখনো শোষণমুক্ত। মানুষগুলোকে দেখেও তাই মনে হবে। পরে নদীর তীর ধরে উত্তর দিকে হাটলে মিনিট পাঁচেকের মধ্যে টিলার উপর লালাখাল চা বাগানের অফিস এবং মিনিট দশেকের মধ্যে বাগান।

যেভাবে যাবেন : ঢাকা থেকে সড়ক রেল ও আকাশ, তিন পথেই সিলেট যাওয়া যায়। বাসে সায়দাবাদ বা ফকিরাপৃল থেকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি যাওয়া যাবে ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এখান থেকে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ নিয়ে সারিঘাট যেতে খরচ পড়বে ৪০০ থেকে ৫০০ টাকা। প্রাইভেট কার ও মিনিবাসে যাতায়াত খরচ পড়বে যথাক্রমে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ ও এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। সারিঘাট থেকে সড়ক ও নদী উভয় পথেই যাওয়া যায়। ইঞ্জিনচালিত নৌকায় সাড়ে তিন ঘণ্টা ভ্রমণের জন্য উপজেলা প্রশাসনের নির্ধারিত ভাড়া এক হাজার ২০০ টাকা। অতিরিক্ত প্রতিঘণ্টায় আরো ২০০ টাকায় লালাখাল হয়ে জিরোপয়েন্ট পর্যন্ত ঘুরে আসতে পারবেন। আবার সড়কপথে লালখাল পৌঁছে নৌকা ভাড়া নিলে ঘণ্টায় খরচ হবে ৬০০ টাকা। এ ছাড়া সিলেট নগরীর সুবহানীঘাট থেকে বাসে সারিঘাট যেতে খরচ হবে জনপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। সেখান থেকে অটোরিকশা রিজার্ভ নিয়ে গেলে খরচ পড়বে দেড়শ থেকে ২০০ টাকা। আর টমটমে গেলে ভাড়া মাত্র ১৫ থেকে ২০ টাকা।

রিভার কুইন ও স্পিডবোট : লালাখালে পর্যটকদের জন্য বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে রিভারকুইন রেস্টুরেন্ট ও রিসোর্ট। নদীর কূলে দাঁড়িয়ে থাকা এই রেস্টুরেন্টে বসে পানাহার যেমন সারতে পারেন, তেমনি উত্তরের টিলায় রাতযাপনের ব্যবস্থাও আছে। খরচ অত্যন্ত চড়া। রিভার কুইনের কয়েকটি স্পিডবোটও আছে। ভাড়া প্রতি ৩০ মিনিট ৫০০ টাকা।

যেখানে থাকবেন : সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, দরগামহল্লা, মিরাবাজার, সুবহানীঘাট এলাকায় প্রচুর মানসম্পন্ন হোটেল আছে। এসব হোটেলে প্রতিদিনের জন্য থাকার খরচ পড়বে ২০০ থেকে ৬০০ টাকা। এ ছাড়া আছে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল।

The post সিলেটের ‘নীল নদ’ লালাখাল (ভিডিও) appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত