প্রিয় নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) এর মজার গল্প
ডেস্ক রিপোর্ট : ছবিটি দেখার পর নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি কৌতুক মনে পড়লো। নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনী পড়লে বেশ কয়েকটি মজার ঘটনা পাওয়া যায়। ছবিটির মতো এমন ঘটনাও শামায়েলেরর কিতাবগুলোতে আছে।
যাহির (রাদিয়াল্লাহু আনহু) নামের একজন বেদুইন ছিলেন। তিনি নবিজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রায় সময় বিভিন্ন গিফট দিতেন। নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগ্রহ সহকারে বেদুইন-বন্ধুর গিফট গ্রহণ করতেন।
তিনি বলতেন, “যাহির আমাদের পল্লীবন্ধু আর আমরা তাঁর শহুরে-বন্ধু।”
যাহির (রা:) দেখতে কদাকার ছিলেন, সমাজের কেউ তাঁকে এতোটা মূল্যায়ন করতো না। অবহেলা আর অনাদার ছিলো তাঁর জীবনসঙ্গী। কিন্তু, নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে তাঁর বিশেষ মর্যাদা ছিলো। সমাজের যেসব মানুষকে মূল্যায়ন করা হতো না, নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই তাদেরকে মূল্যায়ন করতেন। সাদা-কালো, ধনী-গরীব, সম্ভ্রান্ত-দাস এসব মানবসৃষ্ট দেয়াল উপেক্ষা করে নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষকে ‘মানুষ’ হিশেবে ট্রিট করতেন।
একদিন যাহির (রা:) বাজারে তাঁর পণ্য বিক্রিতে ব্যস্ত ছিলেন। একজন ব্যক্তি পেছন দিক থেকে তাঁকে ধরেন (অনেকটা এই ছবির মতো)।
যাহির (রা:) তো বেজায় বিরক্ত। তিনি বললেন, “কে? কে আমাকে ধরেছো? ছেড়ে দাও বলছি…।”
পেছনে তাকিয়ে দেখলেন, তিনি আর কেউ নন; খোদ নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! যাহির (রা:) যখন বুঝতে পারলেন যে, নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে ধরেছেন, তখন তিনি তাঁর পিঠ নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বুকের সাথে মিলিয়ে দিলেন।
মজার দৃশ্যটি এখানেই শেষ হতে পারতো। কিন্তু, না। নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাহিরের (রা:) সাথে আরেকটু মজা করলেন। তিনি উচ্চস্বরে বললেন, “কে আছো? এই গোলামটিকে কিনবে?”
অর্থাৎ, তিনি যাহিরকে (রা:) দাস হিশেবে বিক্রি করতে চাচ্ছেন। তখনকার সময়ে বাজারে দাস কেনা-বেচা হতো।
নবিজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এমন আহ্ববান শুনে যাহির (রা:) বললেন, “ইয়া রাসূলাল্লাহ! আমাকে কে কিনবে? আমার মতো ব্যক্তিকে বিক্রি করলে কেবল অচল পয়সাই পাওয়া যাবে (কোনো লাভ হবে না)!”
যাহিরের (রা:) কথার মধ্যে যেমন সত্যতা আছে, তেমনি মনের আক্ষেপও আছে। আসলেই তো, মানুষজন তাঁকে কিনবে কেনো?
নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষের মনের বেদনা বুঝতে পারতেন। যাহিরকে (রা:) মিথ্যা সান্ত্বনা দেননি, মিথ্যা সহমর্মিতাও জানাননি। তিনি তাঁর দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেন।
নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যাহির, তুমি ভাবছো তুমি অচল? না, তুমি অচল নও। আল্লাহর কাছে তোমার উচ্চ মর্যাদা রয়েছে।”
একজন কদাকার বেদুইন, যাকে কেউ মূল্যই দিতো না, তাঁর সাথে নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কী সুসম্পর্ক রেখেছেন! যে নিজেকে মূল্যহীন মনে করছে,তাকে তিনি বুঝাচ্ছেন- তুমি মূল্যহীন নও; তোমার মূল্য বরং মানুষ বুঝতে পারছে না।
ফেসবুকে একটি উক্তি পড়েছিলাম- যমিনের অনেক ‘অখ্যাত’ ব্যক্তি আসমানে ‘বিখ্যাত’। যমিনের অনেক ‘বিখ্যাত’ ব্যক্তি আসমানে ‘অখ্যাত’
The post প্রিয় নবীজি হযরত মোহাম্মদ (সাঃ) এর মজার গল্প appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment