[১] মোহাম্মদ নাসিমের ক্ষতি আজীবন পূরণ হবে না: নানক
সোহাগ হাসান: [২] বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মন্তব্য করে বলেছেন, মোহাম্মদ নাসিম আজীবন নক্ষত্র হয়ে থাকবেন। তার ক্ষতি আজীবন পূরণ হবে না। তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন বিশ্বস্ত আস্থাভাজন সহযোদ্ধা। বর্তমান সরকারের সকল কার্যক্রম আজ বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে। এ দেশেকে জঙ্গি , ক্ষুধা, দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে নিরলস ভাবে কাজ করে গেছে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম। তার পিতা শহীদ এম মুনসুর আলী ছিলেন বঙ্গবন্ধুর একান্ত বিশ্বস্ত সহ যোদ্ধা। তিনি কখনো বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেনি। তিনি নিজের জীবন দিয়ে তার প্রমাণ রেখে গেছেন। সেই শহীদ এম মুনসুর আলী সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম আজীবন পিতার আদর্শ বুকে লালন করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত যোদ্ধা হিসেবে অমৃত্য কাজ করে গেছেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো আমরা নিষ্ঠার সাথে সম্পাদন করলেই মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি পাবে।
[৩] (১৩ জুন) রবিবার বিকেলে বাদ আছর শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামের আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বরাষ্ট্র ডাক ও টেলিযোগাযোগ এবং গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের সাবেক সফল মাননীয় মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম সাহেবের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার আহবানে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুজ্জামান আলো এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য প্রতিমন্ত্রী ড.মুরাদ হাসান, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস , সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, রায়গঞ্জ ও তাড়াশ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগসহ সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সংসদ সদস্য বিমল কুমার রায়, অ্যাডঃ আব্দুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী প্রমূখ।
[৪] এসময় জেলা আওয়ামী লীগসহ সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব ইসহাক আলী, অ্যাডঃ বিমল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: মারুফ হাসান
The post [১] মোহাম্মদ নাসিমের ক্ষতি আজীবন পূরণ হবে না: নানক appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment