[১] নাটোরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩
সোহাগ হাসানঃ [২] জেলার সিংড়ায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথর সাদৃশ একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
[৩] বুধবার (০২ জুন) ভোরে র্যাব-১২ এর উপ অধিনায়খ মেজর মো. মশিউর রহমান পিএসসির নেতৃত্বে সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, সিংড়া উপজেলার বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), একই গ্রামের আবুল তালুকদারের ছেলে মো. শামিম তালুকদার (৩২) ও বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে মো. বেলায়েত প্রামানিক (৩২)।
[৪] বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া চারটার দিকে চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বরের বাড়িতে অভিযান চালিয়ে একটি প্রাচীন প্রত্নতাত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) মূর্তিটি উদ্ধার করা হয়। ২ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ২ ইঞ্চি প্রস্থের এ মূর্তিটির ওজন ৩৬.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
[৬] এ বিষয়ে মামলা দায়েরের পর আটক পাচারকারীদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ
The post [১] নাটোরে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ৩ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment