কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। জাতীয় দল নির্ধারণী সূত্রে এমনই তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়ছেন বাঁ-হাতি এ পেস অলরাউন্ডার। টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এমনকি রানের দেখা পাচ্ছেন না ঘরোয়া ক্রিকেটেও।

সৌম্যর কপাল পুড়লেও সুখবর পেতে চলেছেন পেসার তাসকিন আহমেদ। সবশেষ চুক্তিতে ঠাঁই না পাওয়া এ ক্রিকেটার এবার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন। নিষেধাজ্ঞা ভোগ শেষে ফেরায় থাকছেন সাকিব আল হাসানও। তার মতোই সব ফরম্যাটের চুক্তি হচ্ছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সরঙ্গে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে।

অবশ্য সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে লাল বলের চুক্তিতেও থাকবেন রিয়াদ। এর আগে রিয়াদকে টেস্ট দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি।

এদিকে সৌম্য সরকার বাদ পড়তে চললেও আরেক আলোচিত ক্রিকেটার লিটন দাসের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। মুস্তাফিজুর রহমান জায়গা হচ্ছে শুধু সাদা বলে। তরুণদের মধ্যে সাদা বলের চুক্তিতে জায়গা পাবেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নাজমুল হোসেন শান্ত শুধু টেস্টের বিবেচনায় থাকছেন। একইভাবে আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেনরাও মুমিনুল হকের সঙ্গে শুধু লাল বলের চুক্তিতে থাকবেন। আগামী বোর্ড সভায় নীতিনির্ধারকদের পক্ষে এমনই খসড়া দাখিল করা হবে বিসিবির কাছে।

বিসিবির গত বছরের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী লাল বলের চুক্তি ছিলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন।

অন্যদিকে সাদা বলের চুক্তি ছিলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ। – সময় অনলাইন

The post কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত