[১] আশুগঞ্জে র‌্যাব অভিযানে ২৩ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক  ৭

গোলাম সারোয়ার: [২] পৃথক পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ থেকে ২৩.৫ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল‘সহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প । মঙ্গলবার (২২ জুন) রাতে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] র‌্যাব জানায়, ২২ জুন ভোর ০৫.৩৫ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শ্রী চৈতন্য চন্দ্র (৩২), পিতা-শ্রী অরুন চন্দ্র, গ্রাম-কাঠালিয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালকে গ্রেফতার করেন।

[৪] এসময় ধৃত আসামির এর নিকট হতে ০৭ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ০১ টি পিকআপ ভ্যান উদ্ধার করে জব্দ করা হয় একই তারিখ সকাল ০৬.৫৫টায় ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম (৩০), পিতা-আবুল কাশেম, গ্রাম-নামাজ গ্রাম, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে গ্রেপ্তার করেন। এসময় ধৃত আসামির নিকট হতে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে একই তারিখে একই স্থান হতে ০৭.৪৫টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ তাওহীদ মিয়া (৩২), পিতা-মৃত ইমদাদুল হক, গ্রাম-পশ্চিম কান্দাপাড়া, থানা ও জেলা-নরসিংদী, পপি আক্তার (১৮), পিতা-মৃত জয়নাল আবেদীন, গ্রাম-বাশগাড়ী, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেপ্তার করা হয়। এসময় ধৃত আসামিদ্বয়ের নিকট হতে ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল, ০১টি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখে একই স্থানে ০৯.৪০ টায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মুরশিদ মিয়া (২১), পিতা-জামিল মিয়া, গ্রাম-কাশিনগর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, মোঃ রনি মিয়া (১৯), পিতা-মোঃ সেলিম মিয়া, ৩। মোঃ রাসেল মিয়া(২১), পিতা-মোঃ সিরাজ মিয়া, উভয়গ্রাম-বেলাপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৪.৫ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ফেন্সিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামীরা স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

The post [১] আশুগঞ্জে র‌্যাব অভিযানে ২৩ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ আটক  ৭ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত