[১] টুইটারে আইসিসির দেয়া পোস্ট দেখে ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেট প্রেমীরা
স্পোর্টস ডেস্ক : [২] বৃষ্টির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা ভেস্তে যাচ্ছে। তার মধ্যে আবার আইসিসি ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্য ঘোষণা করেছে, এই ফাইনালের বিভিন্ন এক্সক্লুসিভ পণ্য অর্থাৎ আইসিসি ও ডব্লিউটিসি ২০২১ লেখা পানির বোতল, টুপি, মাস্ক এইগুলি চাইলে ক্রিকেট প্রেমীরা অন লাইনে কিনতে পারে।
[৩] আইসিসির এই পোস্টের পরেই টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন ক্রিকেট ভক্তরা। সেই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে ট্রোলড হতে হয়েছে। পাঁচ দিনের ম্যাচ দু’দিন বৃষ্টিতেই পুরো ভেস্তে গিয়েছে। কেন আইসিসি এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইনাল এই সময়ে সাউদাম্পটনে আয়োজন করেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই সময়ে ইংল্যান্ডে বর্ষাকাল চলে। গোটা দেশ জুড়েই কম-বেশি বৃষ্টি হতে থাকে। যে ফাইনালে দুই দলের টানটান উত্তেজনা দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা, সেই ফাইনালেই বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়ানোয় আইসিসিসর উপরে ক্ষোভ উগড়ে দিয়েছে নেটদুনিয়া।
[৪] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছে বৃষ্টি। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। অথচ বৃষ্টির জেরে বারবার খেলা ভেস্তে যাচ্ছে। – হিন্দুস্তানটাইমস
The post [১] টুইটারে আইসিসির দেয়া পোস্ট দেখে ক্ষোভ উগড়ে দিলেন ক্রিকেট প্রেমীরা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment