আরিফুজ্জামান তুহিন: কল্পনা, মাইকেল ও ইলিয়াস আলীরা কবে ফিরবেন
আরিফুজ্জামান তুহিন: ত্ব-হা ফিরে এসেছেন, এভাবেও ফিরে আসা যায়। ভালো লাগছে শুনে। তার পরিবারে আজ খুশির দিন। কিন্তু পাহাড়ের ফুল আমাদের বোন কল্পনা চাকমাতো ফিরে এলো না। আমাদের ভাই পাহাড়ের মেঘ মাইকেল চাকমাতো ফিরে এলো না। আমাদের আরেক ভাই ইলিয়াস আলী, তিনি তো ফিরে এলেন না। ইলিয়াসের মেয়েটি নিশ্চয়ই বড় হয়ে গেছে, ও সারা জীবন জানবেন ওর বাবা মরেনি, কোথাও নিরুদ্দেশ হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ৭০ দিন নিখোঁজ থাকার পর হঠাৎ একদিন তিনি নিজেকে ভারতের সিমলায় আবিষ্কার করেন। ২০১৩ সালের ডিসেম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিখোঁজ হন সাজেদুল ইসলাম। তার পরিবারের অভিযোগ, র্যাব পরিচয় দিয়ে কিছু লোক তাকে তুলে নেয়। তিনি ছিলেন বিএনপির একজন মাঠ পর্যায়ের নেতা। একই দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের আরো সাতজন নিখোঁজ হয়ে যান, যাদের সন্ধান এখনো মেলেনি।
২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৪৩৫ জন গুম হওয়া মানুষের তথ্য বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে দেওয়া হয়েছিলো। তাদের মধ্যে ২৫২ জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। ৩৯ জনের লাশ পাওয়া গেছে, ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ২৭ জন বিভিন্ন সময়ে মুক্তি পেয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০০৭ থেকে ২০২০ (২৫ আগস্ট) পর্যন্ত ৬০৪ জন গুমের শিকার হয়েছেন বলে ভুক্তভোগী পরিবার ও স্বজনরা অভিযোগ তুলেছেন। তাদের মধ্যে পরবর্তী সময়ে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে। ৮৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ৫৭ জন ফেরত এসেছে। অন্যদের বিষয়ে সুর্নিদিষ্ট তথ্য গণমাধ্যম সূত্রে জানা যায়নি। মানে গুম সব আমলেই ছিলো। আগের তুলনায় এখন গুমের সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ বিএনপি দিয়ে গুমের ফলাফল বুঝতে পারবেন না। গুম বুঝতে হলে রাষ্ট্রযন্ত্র বুঝতে হবে। কাশ্মিরে গুম হওয়া মানুষদের একটা সংগঠন আছে। তারা বুকে সন্তান, স্বামী, বাবার ছবি নিয়ে রাস্তায় দাঁড়ান। বাংলাদেশে মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, তারাও এমন করে রাস্তায় দাঁড়ান। এই ছবিগুলো আমাদের বুকের মধ্যে হীম করা স্মৃতি হিসেবে থেকে যায়, নিশ্বাস নিতে কষ্ট হয়। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র একটা দৈত্যর মতো। একে ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু এই যন্ত্রে কাটা পড়া ব্যক্তিরাই জানে দৈত্যর স্বরূপ। লেখক : সাংবাদিক। ফেসবুক থেকে
The post আরিফুজ্জামান তুহিন: কল্পনা, মাইকেল ও ইলিয়াস আলীরা কবে ফিরবেন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment