[১] নিলামে বিক্রি আসন, বেজোসের সফরসঙ্গী হতে গুনতে হবে ২৩৭ কোটি টাকা
আখিরুজ্জামান সোহান: [২] বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ ভ্রমনের স্বাদ নিতে ইতোপূর্বেই স্পেস ফ্লাইট সংস্থা ‘ব্লু অরিজিন’ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুলাই ভূপৃষ্ঠ থেকে ১০০ কি.মি বা ৬২ মাইল উচ্চতায় পাড়ি দিবেন এই ধনকুবের। দ্য গার্ডিয়ান, গ্লোবাল নিউজ
[৩] তবে সব আলোচনা ছাপিয়ে নতুন করে সবার আকর্ষনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কে হতে যাচ্ছেন বেজোসের সফরসঙ্গী? ইতোমধ্যেই স্পেস সংস্থাটির বরাতে জানা গেছে, বেজোসের সঙ্গে যাচ্ছেন তার ভাই মার্ক তবে রহস্য হয়ে ছিলো তৃতীয় আসনটি কার হতে যাচ্ছে।
[৪] অবশেষে সেই প্রশ্নের জট খুললো ব্লু অরিজন, শনিবার (১২ জুন) সংস্থাটি জানায়, নিলামে সর্বোচ্চ বিড হিসেবে ২৮ মিলিয়ন ডলারে( ২৩৭ কোটি টাকা) বিক্রি হয়েছে তৃতীয় আসনটি। তবে ওই ব্যাক্তির নাম প্রকাশ করেনি সংস্থাটি।
[৫] এক টুইট বার্তায় ব্লু অরিজিন জানায়, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ওই ব্যাক্তির নাম প্রকাশ করবে তারা।
[৬] প্রায় ১ মাস ধরে চলা নিলামে ১৪০টিরও বেশী দেশ থেকে বেজোসের সফরসঙ্গী হতে আগ্রহ প্রকাশ করে কয়েক হাজার ব্যাক্তি।শুরুর দিকে সর্বোচ্চ বিড ছিলো ৫ মিলিয়ন ডলারের কোঠায়, তবে শনিবার হঠাতই সেই পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ গুনেরও বেশি।
[৭] বিবিসির খবরে বলা হয়েছে, নিলামে অর্জিত অর্থ ব্ল অরিজিনের নিজস্ব ফাউন্ডেশন ‘ক্লাব ফর ফিউচারে’ দান করা হবে।
The post [১] নিলামে বিক্রি আসন, বেজোসের সফরসঙ্গী হতে গুনতে হবে ২৩৭ কোটি টাকা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment