[১] মোটরসাইকেল দুর্ঘটনায় জাবি ছাত্রীর অকাল মৃত্যু

নুর হাছান নাঈম: [২] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ (৪৬ ব্যচের) ছাত্রী জান্নাতুল ফেরদৌসে তৃষ্ণা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শমরিতা হাসাপাতালের আইসিইউতে থাকা অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৩] দুর্ঘটনার বিষয়ে তৃষ্ণার খালাতো ভাই জানান, গত মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৫টায় তৃষ্ণা তার বন্ধুর বাইকের পিছন থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আইসিইউ’র লাইফ সাপোর্টে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার আরও অবনতি হলে এক সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

[৪] বিশবিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে সন্ধ্যায় ৭টায় তৃষ্ণার লাশ ক্যাম্পাসে নিয়ে আসে তার পরিবার। এসময় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

[৫] তৃষ্ণার পিতা মো. ফজলুল হকের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি কান্নায় ভেঙে পড়েন। জানাজার বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল বাদ জুমা বগুড়া সৈয়দ আহম্মদ কলেজ মাঠে শেষে শুখানপুকুর গ্রামের বাড়িতে দাফন করা হবে।’

[৬] পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমদ জানান, ‘আমরা মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি। ক্যাম্পাসে লাশ নিয়ে আসা হয়েছে শুনে দ্রুত চলে আসলাম। আমরা প্রিয় এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

সম্পাদনা: মারুফ হাসান

The post [১] মোটরসাইকেল দুর্ঘটনায় জাবি ছাত্রীর অকাল মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত