[১] ৫০ বছরে বাংলাদেশের বাজেট বেড়েছে ৭ শ’ ৬৬ গুন
শিমুল মাহমুদ: [২] দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ। বাজেট অধিবেশন ঘিরে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চলতি অর্থবছরের সংশোধিত আকার থেকে ১২ শতাংশ বাড়িয়ে চ’ড়ান্ত করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট।
[৩] ১৯৭২ সালে এটি ছিলো ৭শ’ ৮৬ কোটি টাকার। সে বছরে সরকারের রাজস্ব লক্ষ্য ছিলো ২৮৫ কোটি। অর্থাৎ ৫০ বছরে দেশের রাজস্ব আয় বেড়েছে ১হাজার ১৬৫ গুনেরও বেশি।
[৪] ১৯৭২ সালে দেশের এডিপি ব্যায় ছিলো ৫০১ কোটি। এবার তা সোয়া দুই লাখ কোটিতে দাড়িয়েছে। অর্থাৎ উন্নয়ন খাতে সরকারি ব্যায় বেড়েছে সাড়ে চারশ গুন।
[৫] ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সার্বিক উন্নয়ন ব্যয় ২ লাখ ৩৭ হাজার কোটি টাকা বাদ দিলে ৩ লাখ সাড়ে ৬১ হাজার কোটি টাকাই যাচ্ছে পরিচালন বা অনুন্নয়ন খরচে। যার মধ্যে দায় দেনা বাবদ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ গুণতে হবে সাড়ে ৬৮ হাজার কোটি।
[৬] চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আসছে বাজেটের আকার ১২ শতাংশ বাড়লেও রাজস্ব আদায়ে এনবিআরের লক্ষ্য স্থির রাখা হয়েছে। সংগ্রহের দায়িত্ব দেয়া হচ্ছে ৩ লাখ ৩০ হাজার কোটি। ফলে ঘাটতি বেড়ে দাড়িয়েছে রেকর্ড ২ লাখ সাড়ে ১৪ হাজার কোটি। যা জিডিপির প্রায় সোয়া ৬ শতাংশ।
[৭] নতুন বাজেটে ঘাটতি মেটাতে সবচেয়ে বড় নির্ভরতা বিদেশি ঋণ। যেখান থেকে লক্ষ্য ধরা হচ্ছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। যা সংশোধিত বাজেটের তুলনায় ৩০ শতাংশ বেশি। এছাড়া ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ৭৬ হাজার কোটি। তবু পরিকল্পনা মন্ত্রীর আস্থা আসছে বাজেট হবে বাস্তবায়ন যোগ্য।
The post [১] ৫০ বছরে বাংলাদেশের বাজেট বেড়েছে ৭ শ’ ৬৬ গুন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment