[১] বড় ভাই সেতুমন্ত্রীকে আসামি করার হুমকি দিলেন আবদুল কাদের মির্জা
সমীরণ রায়:[২] শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আর একটা মায়ের বুক খালি হলে প্রধান আসামি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
[৩] তিনি আরও বলেন, কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে ১ নম্বরে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, ২ নম্বরে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, ৩ নম্বরে একরাম চৌধুরী, ৪ নম্বরে নিজাম হাজারী, ৫ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ৬ নম্বরে নোয়াখালী ডিসি, ৭ নম্বরে নোয়াখালীর এসপি, ৮ নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, ৯ নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১১ নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যন্ডকে আসামি করা হবে তারপরে অন্যান্যদেরকে।
[৪] স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় স¤প্রতি দুটি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায় ১৬ মে তিনি আবার দলে ফিরে আসেন।
The post [১] বড় ভাই সেতুমন্ত্রীকে আসামি করার হুমকি দিলেন আবদুল কাদের মির্জা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment