[১] কোহলিদের দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক : [২] সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরই মধ্যে ঘোষিত হল আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। আবার কবে মুখোমুখি হবে কোহলি ও উইলিয়ামসন?
[৩] মহামারীর জেরে চলতি বছরের শুরুতে বিঘ্ন ঘটলেও আগস্ট থেকে ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। ভারত-ইংল্যান্ড আসন্ন টেস্ট দিয়েই দ্বিতীয় টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের সফর শুরু হচ্ছে। ট্রেন্ট ব্রিজে পাঁচ টেস্টের সিরিজ শুরু ৪ আগস্ট। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলেই আবার স্থগিত হওয়া আইপিএলে ব্যস্ত হয়ে যাবেন ক্রিকেটাররা।
[৪] চলতি বছর করোনার জেরে স্থগিত আইপিএল শুরু সেপ্টেম্বরেই। অক্টোবরে সেই টুর্নামেন্টে ইতি ঘটলেই বসবে টি-২০ বিশ্বকাপের আসর। তারপরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোহলি অ্যান্ড কোং। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। ডিসেম্বর–জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার গিয়ে তিনটি টেস্ট খেলবে ভারত।
[৫] এরপর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ২০২২ সালের মাঝামাঝি আবার বর্ডার–গাভাসকর ট্রফিতে সম্মুখ সমরে ভারত–অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে ঢাকায় টেস্ট সিরিজ দিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই শেষ হবে কোহলিদের।
২০২১- ২০২৩ ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রীড়াসূচি:
- ভারত- ইংল্যান্ড: ৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর (পাঁচটি টেস্ট)
- ভারত-নিউজিল্যান্ড: (দু’টি টেস্ট) (২০২১)
- ভারত-দক্ষিণ আফ্রিকা: (তিনটি টেস্ট) (২০২১-২২)
- ভারত-শ্রীলঙ্কা: (তিনটি টেস্ট) (২০২২)
- ভারত-বাংলাদেশ: (দু’টি টেস্ট) (২০২২) : ক্রিকইনফো
The post [১] কোহলিদের দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment