ওয়েব সিরিজের প্রতি আগ্রহী হচ্ছেন চিত্রতারকারা
ইমরুল শাহেদ: বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন পারিশ্রমিক দাবি করে এবং আনুষঙ্গিক কিছু নখরার কারণে অনেক চিত্রতারকাই চলচ্চিত্রের চলমান প্রবাহ থেকে পিছিয়ে পড়ছেন এবং ক্যারিয়ারকে উজ্জীবিত রাখার জন্য তারা বিকল্প ব্যবস্থা হিসেবে ওয়েব সিরিজকে বেছে নিচ্ছেন। আঁচল, পরীমনির পর এবার চলচ্চিত্রের সুপরিচিত মুখ পূজা চেরি সম্প্রতি একটি ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন। ‘প্যারাসাইকোলজি’ নামে এই ওয়েব সিরিজে পূজার বিপরীতে দেখা যাবে অভিনেতা শ্যামল মাওলাকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন সুমন ধর। ‘আসমানী’ ছবির নায়িকা সুস্মি রহমান ‘দায়মুক্তি’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন।
কিন্তু তিনি নানা কারণে মূলধারার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত না হলেও ওয়েব সিরিজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অনন্য মামুনের ‘কসাই’ ছবির মাধ্যমে অভিষেক হওয়া প্রিয়া মনির ক্যারিয়ার শুরু হয় ‘ভালোবাসার প্রজাপ্রতি’ ছবি দিয়ে। ‘কসাই’ ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে একজনের ছবি চললো কি চললো না বুঝা যায় না। কারণ এদেশের দর্শক এখনো ওটিটিতে অভ্যস্ত নয়। এছাড়া একজন তারকার ছবি ওটিটিতে মুক্তি পেলে তার চলা না চলা দিয়ে কিছু আসে যায় না। চলচ্চিত্রে অভিনয়ের অভিপ্রায় নিয়ে পথচলা একজন নবাগতর জন্য ওটিটি একেবারেই যুৎসই নয়। তবে পুরোপুরি ওটিটি নির্ভর তারকা হতে চাইলে সেটা ভিন্ন কথা। চলচ্চিত্রের শিল্পী হতে গেলে সিনেমা হলই হলো তার গ্রাহ্যতা আর অগ্রাহ্যতার মানদন্ড।
কিন্তু প্রিয়া মনি গণমাধ্যমকে জানিয়েছেন, ওটিটিতে কসাই দেখার পর তার কাছে অনেক ছবির অফার গেছে। কিন্তু তিনি কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হয়ে ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন। ওয়েব সিরিজ ও ওয়েব কনটেন্টের প্রতি চলচ্চিত্র তারকাদের আগ্রহ বাড়ার কারণ হিসেবে কেউ কেউ মনে করছেন ‘অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের বিশ্বব্যাপী বাজার বাড়া’। তাছাড়া ওয়েব কনটেন্টগুলোর বাজেটও ভালো থাকে। অনেকটা সিনেমার আদলেই তৈরি হচ্ছে এগুলো। কেউ কেউ মনে করছেন, বর্তমান সময়ে সিনেমা নির্মাণ কমে গেছে। বিকল্প হিসেবে এই ক্ষেত্রকে বেছে নিচ্ছেন তারা। আঁচল বলেন, ‘এখন সিনেমার বাজার এমন পর্যায়ে চলে গেছে যে এক শাকিব খানের ছবি ছাড়া অন্যদের সিনেমা তেমন একটা চলছে না। সিনেমা তৈরিও কম হচ্ছে। এই পরিস্থিতিতে কম বাজেটের সিনেমা না করে ওয়েব সিরিজে কাজ করা অনেক ভালো।’ পরীমনি কাজ করছেন ‘শেষের কবিতা’ ওয়েব সিরিজে। তিনি বলেন, ‘শেষের কবিতার লাবণ্য চরিত্রটি নিয়ে যেকোনো কিছু তৈরি হলেই তাতে আমি রাজি হতাম।’
The post ওয়েব সিরিজের প্রতি আগ্রহী হচ্ছেন চিত্রতারকারা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment