মেসিকেও ছাড়িয়ে গেলেন সুনীল ছেত্রী!
স্পোর্টস ডেস্ক : চর্মগোলকের খেলা ফুটবলে বিশ্বের সেরা খেলোয়াড় কে? এ যুগের যে কারো কাছেই এমন প্রশ্নের উত্তর মিলবে একটাই। লিওনেল মেসি। আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকরের জাতীয় দলের পারফরম্যান্স এবং ট্রফি শোকেস নিয়ে তর্ক আছে অনেক। কিন্তু তার ফুটবল শৈলি নিয়ে দ্বিমত করবেন এমন বোকা ধরাধামে আছে বলে মনে হয় না। এবার সেই লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনিল ছেত্রী।
কি, তুলনাটা দেখে খুব অবাক হলেন? কোথায় আগরতলা আর কোথায় তালতলা, এমন প্রবাদও মনে পড়ে যেতে পারে অনেকের। কিন্তু, তাতে তো আর বাস্তবতা বদলাবে না। যেটা সত্য, সেটা চিরকালীনই সত্য।
জাতীয় দলের জার্সি গায়ে লিওনেল মেসির গোল সংখ্যাকে ছাড়িয়ে গেলেন ছেত্রী। সোমবার (৭ জুন) বাংলাদেশের বিপক্ষে করা দুই গোল, তাকে নিয়ে গেলো অনন্য এক তালিকার ওপরের দিকে।
লাল সবুজের দলের বিপক্ষে মাঠে নামার সময় সুনীলের গোল সংখ্যা ছিলো ৭২টি। যা আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি গায়ে মেসির সমান। তবে ম্যাচে দুই গোল করে এখন ছেত্রীর নামের পাশে জ্বলজ্বল করছে ৭৪ সংখ্যাটি।
মেসির চেয়ে ম্যাচও কম খেলেছেন ছেত্রী। ভারতীয় অধিনায়ক যেখানে ১১৬ ম্যাচ খেলে করেছেন ৭৪ গোল, মেসির ৭২ গোল করতে খেলতে হয়েছে ১৪৩ ম্যাচ।
তবে, এ তালিকার শীর্ষে আছেন একজন ইরানি ফুটবলার, আলী দাইয়ি। ১৪৯ ম্যাচে তার গোল ১০৯টি। ১০৩ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগীজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো।
The post মেসিকেও ছাড়িয়ে গেলেন সুনীল ছেত্রী! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment