[১] বৃষ্টিতে বন্ধ ঢাকা লিগের দ্বিতীয় দিনের খেলা

মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ এর প্রথম দিনেই হানা দিয়েছিল বৃষ্টি। থেমে-থেমে বৃষ্টির মধ্যে খেলা মাঠে গড়ালেও মঙ্গলবার ১ জুন দ্বিতীয় দিনের খেলা হচ্ছে না।

[৩] সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় এক যোগে ৩ ভেন্যুর ৩টি ম্যাচ বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ব্রাদার্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল।

[৪] কিন্তু বৃষ্টি থাকায় যথাসময়ে মাঠে গড়াচ্ছে না খেলা। দুই দল কমপক্ষে যদি ৫ ওভার করে না খেলতে পারে তাহলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে দু-দলই ১টি করে পয়েন্ট পাবে।

[৫] এছাড়া দুপুর দেড়টায় তিনটি ম্যাচে মুখোমুখি হবে দুপুর ১টা ৩০ মিনিট, শেখ জামাল-গাজী গ্রুপ (মিরপুর) প্রাইম ব্যাংক-শাইনপুকুর (বিকেএসপি-৪) মোহামেডান-পারটেক্স (বিকেএসপি)।

[৬] সোমবার ৩১ মে প্রথম দিন বিকেএসপিতে হওয়া ওল্ড ডিওএইচএস-রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বরের ম্যাচের ফলাফল হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে কোনো দল ব্যাটিং করতে পারেনি।

[৭] এছাড়া মিরপুরে আবাহনী-পারটেক্স ও বিকেএসপিতে প্রাইম ব্যাংক-গাজী গ্রুপের মধ্যকার ম্যাচে ওভার কমানো হয়েছিল। শেখ জামাল-খেলাঘর ও মোহামেডান-শাইনপুকুরের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে শুরু হয়ে সম্পূর্ণ ওভার খেলা হয়েছিল।

[৮] প্রথম রাউন্ডে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

The post [১] বৃষ্টিতে বন্ধ ঢাকা লিগের দ্বিতীয় দিনের খেলা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত