[১] আশুগঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
গোলাম সারোয়ার: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ০৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
[৩] শুক্রবার (১১ জুন) বিকেলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৪] র্যাব সূত্রে জানা যায়- শুক্রবার (১১ জুন) সকাল ০৮.৪৫টায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলচত্তর যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (২২) কে গ্রেপ্তার করে র্যাব। পরিচয় সূত্রে জানা যায়- পিতা-মৃত আবু তাহের, গ্রাম-বাসুদেবপুর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এসময় ধৃত আসামির নিকট হতে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
[৫] ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়- সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসে। রাজধানীর কতিপয় ব্যক্তির কাছে বিক্রয় করবে বলে ধৃত আসামি স্বীকার করে।
[৬] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদনা : মারুফ হাসান
The post [১] আশুগঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment