[১] দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস
জুয়েল রানা: [২] দ্বিতীয় মেয়াদে মহাসচিব হিসেবে গুতেরেসকে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ২০২২ সালের জানুয়ারি থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তাকে মহাসচিব হিসেবে নিয়োগ দিতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে সুপারিশ করা হয়েছে।রয়টার্স
[৩] জুনে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জাতিসংঘে এস্তোনিয়ার রাষ্ট্রদূত এসভেন জুরজেনসন বলেন, তাকে নিয়োগ দিতে ১৮ জুন বৈঠকে বসবে সাধারণ পরিষদ। এক বিবৃতিতে গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
[৪] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগে ২০১৭ সালের জানুয়ারিতে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে।
[৫] জাতিসংঘের যেসব সংস্থার তহবিল কাটছাঁট করেছিলেন ট্রাম্প তা পুনর্বহাল করতে শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
[৬] দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন প্রার্থী হওয়ার চেষ্টা করলেও পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্তিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
[৭] ৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত।
The post [১] দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন গুতেরেস appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment