[১] এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক: [২] দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। এজবাস্টন টেস্টে কোনোভাবেই প্রতিপক্ষ ইংল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না। প্রথম টেস্ট ড্র করার পর এবার দ্বিতীয় টেস্টে বেশ চেপে ধরেছে স্বাগতিক ইংলিশদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বেশ ভালোভাবেই বাড়িয়ে নিচ্ছে কিউইরা।
[৩] শনিবার (১২ জুন) এজবাস্টন টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে থাকা নিউজিল্যান্ড অতি নাটকীয় কিছু না ঘটলে বড় জয় পেতে যাচ্ছে নিশ্চিত।
[৪] দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙে দিয়েছে নিউজিল্যান্ডের বোলাররা। ৪১ ওভার বল করে ৯উইকেট তুলে নিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ১২২ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড।
[৫] ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে ৩০৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৩৮৮ রান। অর্থাৎ প্রথম ইনিংসে ৮৫ রানে এগিয়ে ছিল কিউইরা।
[৬] ইংলিশরা দ্বিতীয় ইনিংসের ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে লিড জমা করতে পেরেছে মাত্র ৩৭ রানের। চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে নামবেন ওলি স্টোন ও জেমস অ্যান্ডারসন। – ক্রিকইফো
The post [১] এজবাস্টন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment