[১] এশিয়ান কাপের বাছাইপর্বে চোখ জেমি ডের
নিজস্ব প্রতিবেদক: [২] সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়েই থাকছেন জেমি ডে। বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ হার ও দুই ড্র’তে মাত্র দুই পয়েণ্ট অর্জন করেছে বাংলাদেশ। কিন্তু ভাগ্যের খেলায় জিতে গেছে জামাল ভুইয়ারা। এএফসির নতুন নিয়মে এই দুই পয়েন্ট খুলে দিয়েছে এশিয়ান কাপের সরাসরি বাছাইপর্ব খেলার দরজা। তবে সবাই ধারণা করেছিল বিশ্বকাপ বাছাইপর্ব শেষেই স্যাক হতে যাচ্ছে জেমি ডে। কিন্তু বাফুফে সেদিকে না হেঁটে ভরসা রেখেছে জেমি ডের উপর।
[৩] এদিকে সব গুঞ্জন, অনিশ্চিয়তাকে পিছনে ফেলে জেমি ডে এখন চোখ রাখতে চান আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্বে। গতকাল (সোমবার) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে আলোচনার পর জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন জেমি ডে।
[৪] জেমি ডে বলেন, ভালো একটা মিটিং হয়েছে। সামনের দিনগুলোতে একটি ভালো পরিকল্পনা করে কীভাবে এশিয়ান কাপের বাছাইয়ে ভালো ফল পাওয়া যাবে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কয়েকদিনের মধ্যে একটা পরিকল্পনা জমা দিব। সামনে তিনটি ফিফা উইন্ডো আছে, সেগুলো ভালোভাবে কাজে লাগাতে চাই। ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই এশিয়ান কাপের বাছাইয়ের চূড়ান্ত পর্বে।
[৫] নিজের চাকুরি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন জেমি ডে। তিনি মনে করেন এই চাকরিতে সবসময় উত্থান-পতন থাকবেই। তবে জেমির ইচ্ছা বাংলাদেশের ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।
[৬] তিনি আরও বলেন, আমার চাকরি নিয়ে আমার চেয়ে অন্যরা বেশি উদ্বিগ্ন। এ নিয়ে আমার কোনও দুর্ভাবনা নেই। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়াই চিন্তা আমার। আমরা এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি জায়গা করে নিয়েছি, লক্ষ্য পূরণ হয়েছে। তবে আরও বেশি পয়েন্ট পেতে পারতাম। তবে, এটা এখন আর গুরুত্বপূর্ণ নয়।
[৭] এশিয়ান কাপের বাছাইপর্বে সরাসরি সুযোগ পাওয়ায় আরো ৬টি আন্তর্জাতিক ম্যাচ পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে ফিফা উইন্ডো গুলোতে আরও বেশি বেশি ম্যাচ আয়োজনের কথা জানালেন জেমি ডে।
The post [১] এশিয়ান কাপের বাছাইপর্বে চোখ জেমি ডের appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment